M আমি যদি ভেঙে পড়ি,
তুমি গড়ে দিও
আপন করে খুব যতনে , কাছে টেনে নিও
F আমি যদি ভেঙে পড়ি,
তুমি গড়ে দিও
আপন করে খুব যতনে কাছে টেনে নিও।
M তুমি আমার
মেঘলা মনের,,
রঙ্গিলা আকাশ,
তুমি কাছে
থাকলে দেহে,, থাকে নিশ্বাস
F তুমি আমার
মেঘলা মনের
রঙ্গিলা আকাশ,
তুমি কাছে,,
থাকলে দেহে,, থাকে নিশ্বাস
M (স্বপ্ন আমার থমকে দাঁড়ায়
চোখের আরাল হলেই
মনটা আমার দিবানিশি তুমি তুমি বলে
F' স্বপ্ন আমার থমকে দাঁড়ায়
চোখের আরাল হলেই
মনটা আমার দিবানিশি তুমি তুমি বলে
M তুমি আমার
মেঘলা মনের,,
রঙ্গিলা আকাশ,
তুমি কাছে
থাকলে দেহে,, থাকে নিশ্বাস
F তুমি আমার
মেঘলা মনের
রঙ্গিলা আকাশ,
তুমি কাছে,,
থাকলে দেহে,, থাকে নিশ্বাস
F গল্প আমার তোমার নামে
প্রানের দেয়াল জুড়ে
তুমি মিশে আছো শুধু, চেনা যত ঘোড়ে
M গল্প আমার তোমার নামে
প্রানের দেয়াল জুড়ে
তুমি মিশে আছো শুধু চেনা যত ঘোড়ে
F তুমি আমার
মেঘলা মনের,,
রঙ্গিলা আকাশ,
তুমি কাছে
থাকলে দেহে,, থাকে নিশ্বাস
M তুমি আমার
মেঘলা মনের
রঙ্গিলা আকাশ,
তুমি কাছে,,
থাকলে দেহে,, থাকে নিশ্বাস
F আমি যদি ভেঙে পড়ি,
তুমি গড়ে দিও
M আপন করে খুব যতনে কাছে টেনে নিও
F তুমি আমার
মেঘলা মনের,,
রঙ্গিলা আকাশ,
M তুমি কাছে
থাকলে দেহে,, থাকে নিশ্বাস
F তুমি আমার
মেঘলা মনের,,
রঙ্গিলা আকাশ,
M তুমি কাছে
থাকলে দেহে,, থাকে নিশ্বাস