menu-iconlogo
huatong
huatong
khalid-hasan-millu--cover-image

আমার মত এত সুখী

Khalid Hasan Milluhuatong
dnomaidkcalbhuatong
Letra
Gravações
আমার মত এত সুখী

আমার মত এত সুখী

নয়তো কারো জীবন

কি আদর স্নেহ ভালবাসায়

জড়ানো মায়ার বাঁধন

জানি এই বাঁধন চিড়ে গেলে কভু

আসবে আমার মরণ

আমার মত এত সুখী

নয়তো কারো জীবন

নয়তো কারো জীবন

বুকে ধরে যত ফুল ফোটালাম

সেই ফুলের কাটা ছাড়া কি পেলাম

ভাগ্যের পরিহাস এরই নাম

বুকে ধরে যত ফুল ফোটালাম

সেই ফুলের কাটা ছাড়া কি পেলাম

ভাগ্যের পরিহাস এরই নাম

কেন নিয়তির কাছে বারে বারে

হেরে যায় মানুষ এমন

আমার মত এত সুখী

নয়তো কারো জীবন

নয়তো কারো জীবন

চারিদিকে নিরাশার বালুচর

কি আশায় বেঁধেছি এই খেলাঘর

স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়

চারিদিকে নিরাশার বালুচর

কি আশায় বেঁধেছি এই খেলাঘর

স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়

কেন মমতার টানে কেঁদে মরে

বেদনার কথা এখন

আমার মত এত সুখী

নয়তো কারো জীবন

কি আদর স্নেহ ভালবাসায়

জড়ানো মায়ার বাঁধন

জড়ানো মায়ার বাঁধন

Mais de Khalid Hasan Millu

Ver todaslogo

Você Pode Gostar