menu-iconlogo
huatong
huatong
Letra
Gravações
singer1 F singer2 M

ওরে ও বাশিওয়ালা

আমারি মনের জ্বালা

সইতে আর পারিনা

হায়রে পিরিত মানে যন্ত্রনা

হায়রে পিরিত মানে যন্ত্রনা

ওরে ও মধুবালা

তুমি যে গলার মালা

তোমায় ছারা বাচিনা

হায়রে পিরিত মানে বাসনা

হায়রে পিরিত মানে বাসনা

বৈশাখে হোল দেখা বরষায় পরিচয়

বৈশাখে হোল দেখা বরষায় পরিচয়

শরতে হোল প্রেম লাগে যে মধুময়

করবো কি বলো আমি হেমন্তে

করবো কি বলো আমি হেমন্তে

শীত বসন্ত তুমি বিনা কাটেনা

হায়রে পিরিত মানে যন্ত্রনা

হায়রে পিরিত মানে যন্ত্রনা

দিবসে ছবি আকি নিশিতে স্বপনে

মিসে আছে তুমি জীবনে মরনে

দিবসে ছবি আকি নিশিতে স্বপনে

মিসে আছে তুমি জীবনে মরনে

এই প্রেমের বলো হবে কি পরিনাম

এই প্রেমের বলো হবে কি পরিনাম

প্রেমের পরিনাম

ভেবে কেউ প্রেম করেনা

হায়রে পিরিত মানে যন্ত্রনা

হায়রে পিরিত মানে যন্ত্রনা

ওরে ও বাশিওয়ালা

আমারি মনের জ্বালা

সইতে আর পারিনা

হায়রে পিরিত মানে যন্ত্রনা

হায়রে পিরিত মানে যন্ত্রনা

হায়রে পিরিত মানে বাসনা

হায়রে পিরিত মানে যন্ত্রনা

হায়রে পিরিত মানে বাসনা

হায়রে পিরিত মানে যন্ত্রনা

হায়রে পিরিত মানে বাসনা

হায়রে পিরিত মানে যন্ত্রনা

Mais de Kumar Bishwajit/anju Jhinuk Mala Bengali Movie Song

Ver todaslogo

Você Pode Gostar