menu-iconlogo
huatong
huatong
avatar

সরি Sorry Uploaded By @ M_S_Jahan_Pol_E_R_S

Kumar Bishwajit/Subhamita Banerjeehuatong
M_S_Jahan_Pol💞E_R_Shuatong
Letra
Gravações
শিরোনাম-সরি Sorry

চলচ্চিত্র-সারাংশে তুমি মিউজিক্যাল ফিল্ম

শিল্পী-কুমার বিশ্বজিৎ ও শুভমিতা ব্যানার্জি

ট্র্যাক আয়োজন

M_S_Jahan_Pol_E_R_S

ছেলে-কোন কথাতেই বাঁচি আমি কোন কথাতে মরি

মনটা আমার বুঝতে চাওনা বললে বল সরি

মেয়ে-জানি বলেই অভিমানেও মাথা নত করি

তোমার মত এক রোখা নই তাই তো বলি সরি

গীতিকার-জুলফিকার রাসেল

সুরকার-কুমার বিশ্বজিৎ

ট্র্যাক আয়োজন

M_S_Jahan_Pol_E_R_S

ছেলে-ও না বুঝিয়ে যখন তুমি শুধুই শাসন কর

মেয়ে-বেঁচেও যেন মৃত্যু আমার লাগে তেমন তর

ছেলে-ও না বুঝিয়ে যখন তুমি শুধুই শাসন কর

মেয়ে-বেঁচেও যেন মৃত্যু আমার লাগে তেমন তর

ছেলে-তবে ভুল কি আমার ভালোবাসার

মেয়ে-না না না ভুল যে আমার ভালোবাসার তোমায় আকড়ে ধরি

ছেলে-সব কিছু কি শেষ হয়ে যায় বললে শুধু সরি।

ট্র্যাক আয়োজন

M_S_Jahan_Pol_E_R_S

মেয়ে-যে ভাবে চাও তেমন হলে সুখি হতে বুঝি

ছেলে-একবারও কি হয় না মনে আমিও সুখ খুঁজি

মেয়ে-হা..যে ভাবে চাও তেমন হলে সুখি হতে বুঝি

ছেলে-একবারও কি হয় না মনে আমিও সুখ খুঁজি

মেয়ে-চলো দুজন মিলে থাকবো ভালো

ছেলে-চলো দুজন মিলে থাকবো ভালো

তাইতো এমন করি।

মেয়ে-তোমার মত এক রোখা নই তাই তো বলি সরি

ছেলে-কোন কথাতেই বাঁচি আমি কোন কথাতে মরি

মনটা আমার বুঝতে চাওনা বললে বল সরি

মেয়ে-জানি বলেই অভিমানেও মাথা নত করি

তোমার মত এক রোখা নই তাই তো বলি সরি।

হুমমমমহুমমমমম হুহুহু

Mais de Kumar Bishwajit/Subhamita Banerjee

Ver todaslogo

Você Pode Gostar