menu-iconlogo
huatong
huatong
avatar

ও দুটি নয়নে স্বপনে চয়নে-O Duti Noyone Shopone Choyone

Md.Khurshid Alamhuatong
🗾🌿M.MOIN🌿🗾BM🗾huatong
Letra
Gravações
গানের কথাঃ ও দুটি নয়নে স্বপনে চয়নে ...

-----------------

ও দুটি নয়নে স্বপনে চয়নে নিজেরে যে ভুলে যাই,

তুলনা খুঁজে না পাই...

আজ মন রাখা হলো দায়,

হায় রে... আজ মন রাখা হলো দায়,

Music

চলচ্চিত্রঃ অশ্রু দিয়ে লেখা(১৯৭২ইং),

শিল্পীঃ মোঃ খুরশীদ আলম,

-----------------

আকাশে ঝিলের জলে যেদিকে তে চাই আমি,

তোমার রূপের ছোঁয়া শুধু পাই আমি,

Short Music

হৃদয়ে কী সুর বাজে নিজের মাঝে নেই আমি...

তোমার চোখে হারিয়েছি এই আমি,

উপমা তোমায় তুমি ছাড়া যে...

উপমা তোমার তুমি ছাড়া যে...

কিছুতে মেলে না হায়!

আজ মন রাখা হলো দায়,

হায় রে... আজ মন রাখা হলো দায়,

ও দুটি নয়নে স্বপনে চয়নে নিজেরে যে ভুলে যাই,

তুলনা খুঁজে না পাই...

আজ মন রাখা হলো দায়,

হায় রে... আজ মন রাখা হলো দায়,

Music

-----------------

🇧🇩🌿B🔱M🌿Family...

-----------------

দখিনা ফোঁটায় যখন ফুলের বনে মঞ্জুরি,

তোমার কথাই বলে যেন গুঞ্জরী,

Short Music

ভ্রমরা উড়ে এসে মুখে বসে ছল করি,

ফুলের পরাগরেনু ভেবে ভুল করি,

হৃদয় তোমার কারে দিবে গো...?

হৃদয় তোমার কারে দিবে গো...?

সে কথা বলো না হায়!

আজ মন রাখা হলো দায়,

হায় রে... আজ মন রাখা হলো দায়,

ও দুটি নয়নে স্বপনে চয়নে নিজেরে যে ভুলে যাই,

তুলনা খুঁজে না পাই...

আজ মন রাখা হলো দায়,

হায় রে... আজ মন রাখা হলো দায়...

-----------------

আল বিদা...

Uploaded by Moinul Jibon.

Mais de Md.Khurshid Alam

Ver todaslogo

Você Pode Gostar