menu-iconlogo
logo

[HQ] Jawl Phoring 2-জল ফড়িং

logo
Letra
●☁● Uploaded By ●☁●

🌧○@𝐌𝐞𝐆𝐡𝟗𝟓_○🌧

1.তুই চিরদিন

তোর দরজা খুলে থাকিস,

অবাধ আনাগোনার

হিসেব কেন রাখিস?

2.সাক্ষাৎ আলাদিন

তোর প্রদীপ ভরা জ্বীনে

কেন‌ খুঁজতে যাস আমায়

সাজানো ম্যাগাজিনে?

●☁● Uploaded By ●☁●

🌧○@𝐌𝐞𝐆𝐡𝟗𝟓_○🌧

1.কোন বালিশে ঘুম

কোন দেওয়ালে মশারী,

কোন ফেনায় কম সাবান

কোন ছুরিতে তরকারী।

2.যাচ্ছে চলে যাক

তবু ময়লা পেল কলার,

আলতো রাখছে হাত

হয়তো অন্য কথা বলার।

1.তোর এ সকাল ঘুম ভেঙে দিতে পারি

তোর এ বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি,

তোকে আলোর, আলপিন দিতে পারি

তোকে বসন্তের দিন দিতে পারি,

আমাকে খুঁজে দে, জল ফড়িং।

●☁● Uploaded By ●☁●

🌧○@𝐌𝐞𝐆𝐡𝟗𝟓_○🌧

2.ভেজা রেলগাড়ি

হয়তো সবুজ ছুঁয়ে ফেলে,

আর সারাটা পথ

ভীষন খামখেয়ালে চলে,

1.তারপর পেরোয় মেঘ

আর তারায় ভরা স্টেশান,

একটু থামতে চায়

প্রেমিকের ইন্সপিরেশন।

2.তোর এ সকাল ঘুম ভেঙে দিতে পারি পারি

তোর এ বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি,

তোকে আলোর, আলপিন দিতে পারি

তোকে বসন্তের দিন দিতে পারি,

আমাকে খুঁজে দে জল ফড়িং

1+2.আমাকে খুঁজে দে জল ফড়িং

আমাকে খুঁজে দে জল ফড়িং।

🌧️..Thank you..🌧️

[HQ] Jawl Phoring 2-জল ফড়িং de MeGh95_/Anupam Roy – Letras & Covers