●☁● Uploaded By ●☁●
🌧○@𝐌𝐞𝐆𝐡𝟗𝟓_○
00:6
M.না না নানা,না না নানা,না না নানানানা
না না নানা,না না নানা,না না নানানানা
কঠিন, তোমাকে ছাড়া একদিন
কাটানো একরাত, বাড়াও দু হাত
হয়ে যাও আজ বাধা বিহীন
বলো, কবিতা হয়ে চলো
বাগানে দাবা নল, জমানো জল
ছড়ায় যেমন ঠিকানাহীন।
ও চেয়েছি যতবারি, হয়েছে ছাড়া-ছাড়ি
মরেছি ততবারি
এসেছে এক বেদনা দিন।
কঠিন, তোমাকে ছাড়া একদিন..
না না নানা,না না নানা,না না নানানানা
না না নানা,না না নানা,না না নানানানা
F.এক চিলে কোঠায়,
তোমায় দেখেছিলাম
ঝুল বারান্দাটায়,
কত ভুল চুক একেঁছিলাম
এক চিলে কোঠায়,
তোমায় দেখেছিলাম
ঝুল বারান্দাটায়,
কত ভুল চুক একেঁছিলাম
M.ও পড়েছি সোজা মনে,
জ্বলছি কোন আগুনে
চলেছি সুরে সুরে
তোমার আমার অন্তহীন
কঠিন, তোমাকে ছাড়া একদিন..
লা লা,লালা,লালালালালা,হোহোহো,,এএ,এএ
এএএএএএ,,,অা অা অা অা,,ওওওওওও
F.কম হলেও হোক, আমাদের দেখাশোনা
সেই চোরা চমক ছাপোষা ও আনমনা
কম হলেও হোক, আমাদের দেখাশোনা
সেই চোরা চমক ছাপোষা ও আনমনা
M.ও চেয়েছি যতবারি,
হয়েছে ছাড়া-ছাড়ি
মরেছি ততবারি
এসেছে এক বেদনা দিন।
কঠিন, তোমাকে ছাড়া একদিন..
না না নানা,না না নানা,না না নানানানা
না না নানা,না না নানা,না না নানানানা
..Thank you..