menu-iconlogo
logo

[HQ] Cholona hoi udashi-চলো না হই উদাসি

logo
avatar
MeGh95_/Kazi Shuvologo
🌧️_MeGh95_🌧️logo
Cantar no App
Letra

আমার মন ও না চায় এ ঘর বাঁধিলো কিশোরী

প্রান ও না চায় এ ঘর বাঁধিলো কিশোরী

চলো না হই উদাসি

আমার মন ও না চায় এ ঘর বাঁধিলো কিশোরী

প্রান ও না চায় এ ঘর বাঁধিলো কিশোরী

চলো না হই উদাসি

চলো না হই উদাসি

বন্ধুর ও বাড়ির জালালী কবুতর

আমার বাড়ি আসে রে,,,এহে এহে এহে

বন্ধুর ও বাড়ির জালালী কবুতর

আমার বাড়ি আসে রে

কত বুট মুশুরী ছিটাইয়া খাওয়াইলাম

কত বুট মুশুরী ছিটাইয়া খাওয়াইলাম

খায় আর বাক বাকুম করে লো কিশোরী।

চলো না হই উদাসি

আমার মন ও না চায় এ ঘর বাঁধিলো কিশোরী

প্রান ও না চায় এ ঘর বাঁধিলো কিশোরী

চলো না হই উদাসি

চলো না হই উদাসি

আঙ্গুল ও কাটিয়া কলম ও বানাইলাম,

নয়নের জল করলাম কালি রে,,এহে এহে এহে

আঙ্গুল ও কাটিলাম কলম ও বানাইলাম,

নয়নের জল করলাম কালি রে

হৃদয় ও চিড়িয়া লিখন ও লিখিয়া,

হৃদয় ও চিড়িয়া লিখন ও লিখিয়া,

পাঠাইলাম সোনা বন্ধুর নামে লো কিশোরী।

চলো না হই উদাসি

চলো না হই উদাসি

আমার মন ও না চায় এ ঘর বাঁধিলো কিশোরী

প্রান ও না চায় এ ঘরবাঁধিলো কিশোরী

চলো না হই উদাসি

আমার মন ও না চায় এ ঘর বাঁধিলো কিশোরী

প্রান ও না চায় এ ঘর বাঁধিলো কিশোরী

চলো না হই উদাসি

চলো না হই উদাসি

চলো না হই উদাসি

চলো না হই উদাসি

..Thank you..

[HQ] Cholona hoi udashi-চলো না হই উদাসি de MeGh95_/Kazi Shuvo – Letras & Covers