মেয়ে: আমার সাথী আয়..
আয়...,আয় রে
আয় রে ,আয় রে
মেয়ে: অামার সুরের সাথী অায়রে
তোমার সুরে ডাকি রে
ময়ুরী অাছে ময়ুর নাই রে
হায় রে অামার মন কাঁদে রে
ছেলে: আমার মনের ময়ুরী আয়রে
তোমার ময়ুর ডাকে রে
বসন্ত এলো তুমি নাই রে
হায় রে আমার মন কাঁদে রে
2018 Shafik
মেয়ে : চাঁদ হয়ে আছো তুমি
মনের ও ঘরে,গানের ও সুরে
ছেলে: সুখ পাখি তুমি আমার
প্রেমের ও নীড়ে
সেই নীড়ে দুটি পাখি
গান গেয়ে যায় রে
বাসির ও সুরে
ও মন আছে,মনের মাঝে
প্রেম আছে রে
প্রেমিকা আমার কাছে নাই রে
মেয়ে: আমার সুরের সাথী অায় রে
তোমার সুরে ডাকি রে
ময়ুরী অাছে ময়ুর নাইরে
হায় রে অামার মন কাঁদে রে
ছেলে: দূরে আছো তবু আমার মন বলে হায়রে
আছো কাছে রে
মেয়ে: যাও তুমি চলে যাও, যেখানে যাবে
না বলা কথা গুলো বলেতো যাবে
অামার ও কাছে
ও ভালোবেসেছো তুমি অামাকে ওগো,
অামি ভালোবাসি তোমাকে
ছেলে: আমার মনের ময়ুরী আয়রে
তোমার ময়ুর ডাকে রে
বসন্ত এলো তুমি নাই রে
হায় রে আমার মন কাঁদে রে
মেয়ে: অামার সুরের সাথী অায়রে
তোমার সুরে ডাকি রে
ছেলে: বসন্ত এলো তুমি নাই রে
হায় রে আমার মন কাঁদে রে