menu-iconlogo
huatong
huatong
avatar

Gari Cholena Cholena

Shah Abdul Karimhuatong
forhad99huatong
Letra
Gravações
গাড়ি চলে না চলে না

চলে না রে, গাড়ি চলে না

গাড়ি চলে না চলে না

চলে না রে, গাড়ি চলে না

চড়িয়া মানব গাড়ি

যাইতেছিলাম বন্ধুর বাড়ি

চড়িয়া মানব গাড়ি

যাইতেছিলাম বন্ধুর বাড়ি

মধ্য পথে ঠেকলো গাড়ি

উপায়-বুদ্ধি মেলে না

মধ্য পথে ঠেকলো গাড়ি

উপায়-বুদ্ধি মেলে না

গাড়ি চলে না চলে না

চলে না রে, গাড়ি চলে না

গাড়ি চলে না চলে না

চলে না রে, গাড়ি চলে না

মহাজনে যতন করে

তেল দিয়াছে টাংকি ভরে

মহাজনে যতন করে

তেল দিয়াছে টাংকি ভরে

গাড়ি চালায় মন ড্রাইভারে

ভালো-মন্দ বোঝে না

গাড়ি চালায় মন ড্রাইভারে

ভালো-মন্দ বোঝে না

গাড়ি চলে না চলে না

চলে না রে, গাড়ি চলে না

ইঞ্জিনে ময়লা জমেছে

পার্টস গুলো ক্ষয় হয়েছে

ইঞ্জিনে ময়লা জমেছে

পার্টস গুলো ক্ষয় হয়েছে

ডাইনামো বিকল হয়েছে

হেডলাইট দুইটা জ্বলে না

ডাইনামো বিকল হয়েছে

হেডলাইট দুইটা জ্বলে না

গাড়ি চলে না চলে না

চলে না রে, গাড়ি চলে না

ইঞ্জিনে ব্যতিক্রম করে

কন্ডিশন ভালো নয় রে

ইঞ্জিনে ব্যতিক্রম করে

কন্ডিশন ভালো নয় রে

কখন জানি ব্রেক ফেল করে

ঘটায় কোন্‌ দুর্ঘটনা

কখন জানি ব্রেক ফেল করে

ঘটায় কোন্‌ দুর্ঘটনা

গাড়ি চলে না চলে না

চলে না রে, গাড়ি চলে না

আব্দুল করিম ভাবছে এইবার

কোন্‌ দিন গাড়ি কি করবে আর

আব্দুল করিম ভাবছে এইবার

কোন্‌ দিন গাড়ি কি করবে আর

সামনে বিষম অন্ধকার

করতেছি তাই ভাবনা

সামনে বিষম অন্ধকার

করতেছি তাই ভাবনা

গাড়ি চলে না চলে না

চলে না রে, গাড়ি চলে না

গাড়ি চলে না চলে না

চলে না রে, গাড়ি চলে না

গাড়ি চলে না চলে না

চলে না রে, গাড়ি চলে না

ও গাড়ি চলে না চলে না

চলে না রে, গাড়ি চলে না

Mais de Shah Abdul Karim

Ver todaslogo

Você Pode Gostar