menu-iconlogo
huatong
huatong
avatar

Bondhu hote cheye tomar

Subir Nandihuatong
codybaby1huatong
Letra
Gravações
বন্ধু হতে চেয়ে তোমার

শত্রু বলে গন্য হলাম

বন্ধু হতে চেয়ে তোমার

শত্রু বলে গন্য হলাম

তবু একটা কিছু হয়েছি যে

তাতেই আমি ধন্য হলাম

বন্ধু হতে চেয়ে তোমার

শত্রু বলে গন্য হলাম

না হয় ভেজালে না একটু হাসি বৃষ্টিতে

আমায় দেখে জ্বাললে আগুন ঐ দৃষ্টিতে

না হয় ভেজালে না একটু হাসি বৃষ্টিতে

আমায় দেখে জ্বাললে আগুন ঐ দৃষ্টিতে

তবু অন্য হাজার জনের মাঝেই

আমি অনন্য হলাম

শত্রু বলে গন্য হলাম

বন্ধু হতে চেয়ে তোমার

শত্রু বলে গন্য হলাম

তোমার অনুরাগে নাইবা হলাম ছন্দময়

বিরূপ মনের ভাবনা হলাম সে ও মন্দ নয়

তোমার অনুরাগে নাইবা হলাম ছন্দময়

বিরূপ মনের ভাবনা হলাম সে ও মন্দ নয়

আমি বৈরী হলেও দোষ কি বলো

সে তোমার জন্য হলাম

শত্রু বলে গন্য হলাম

বন্ধু হতে চেয়ে তোমার

শত্রু বলে গন্য হলাম

তবু একটা কিছু হয়েছি যে

তাতেই আমি ধন্য হলাম

বন্ধু হতে চেয়ে তোমার

শত্রু বলে গন্য হলাম

বন্ধু হতে চেয়ে তোমার

শত্রু বলে গন্য হলাম

Mais de Subir Nandi

Ver todaslogo

Você Pode Gostar

Bondhu hote cheye tomar de Subir Nandi – Letras & Covers