menu-iconlogo
huatong
huatong
avatar

আমায় সারাদিন মাছিতে জালায়

নাসিরhuatong
MdJiaur_star847huatong
Тексты
Записи
আমায় সারাদিন মাছিতে জালায় রাইতে কামরায় মশা

ছাড়পোকাতে কামরাই যেই চেয়ারে থাকি বসা

আমায় সারাদিন মাছিতে জালায় রাইতে কামরায় মশা

ছাড়পোকাতে কামরাই যেই চেয়ারে থাকি বসা

এহে আমার নাম হইলো মফিজ

আমার মতো হয়না যেন কারো এমন দশারে

আমার মতো হয়না যেন কারো এমন দশা

লাল পিপড়াই কামরায় আমায় পা রাখিলে মাটিতে

তেলাপোকা হাইটা বেড়ায় আমার থালা বাটিতে

লাল পিপড়াই কামরায় আমায় পা রাখিলে মাটিতে

তেলাপোকা হাইটা বেড়ায় আমার থালা বাটিতে

মনটা আমার ছুইল্লা দিছে ছোলে যেমন শশা

এহে আমার নাম হইলো মফিজ

আমার মতো হয়না যেন কারো এমন দশারে

আমার মতো হয়না যেন কারো এমন দশা

উইপোকা উইড়া বেড়াই ঘরের বেড়া কাটিয়া

ঘূনপোকাই খাইলো আমার সেগুন কাঠের খাটিয়া

উইপোকা উইড়া বেড়ায় ঘরের বেড়া কাটিয়া

ঘুনপোকাই খাইলো আমার সেগুন কাঠের খাটিয়া

এই কপালে দিনে রাইতে লাগছে দুখের ঘসা

এহে আমার নাম হইলো মফিজ

মত হয়না যেন কারো এমন দশা রে আমার মত হয়না যেন কারো এমন দশা।

আমায় সারাদিন মাছিতে জালায় রাইতে কামরায় মশা

ছাড়পোকাতে কামরাই যেই চেয়ারে থাকি বসা

আমায় সারাদিন মাছিতে জালায় রাইতে কামরায় মশা

ছাড়পোকাতে কামরাই যেই চেয়ারে থাকি বসা

এহে হে আমার নাম হইলো মফিজ

আমার মতো হয়না যেন কারো এমন দশারে

আমার মতো হয়না যেন কারো এমন দশা

Еще от নাসির

Смотреть всеlogo

Тебе Может Понравиться

website_song_tagtitle