menu-iconlogo
huatong
huatong
avatar

মিলন হবে কত দিনে/ রায়হান

লালন গীতিhuatong
🌈𝙍𝘼𝙔𝙃𝘼𝙉🌟𝙏.𝙍.𝙎.𝙈🌿huatong
Тексты
Записи
মিলন হবে কত দিনে

মিলন হবে কত দিনে

আমার মনের মানুষের সনে,

আমার মনের মানুষের সনে।

মিলন হবে কত দিনে

মিলন হবে কত দিনে

আমার মনের মানুষের সনে,

আমার মনের মানুষের সনে।

…………………

আপলোড বাই- রায়হান

টি আর এস এম

…………………

চাতক প্রায় অহর্নিশি

চেয়ে আছে কালো শশী,

চাতক প্রায় অহর্নিশি

চেয়ে আছে কালো শশী।

হব বলে চরণদাসী

হব বলে চরণদাসী

ও তা হয় না কপাল গুণে

ও তা হয় না কপাল গুণে

আমার মনের মানুষের সনে,

আমার মনের মানুষের সনে।

মিলন হবে কত দিনে

মিলন হবে কত দিনে

আমার মনের মানুষের সনে,

আমার মনের মানুষের সনে।

…………………

আপলোড বাই- রায়হান

টি আর এস এম

…………………

মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন

লুকালে না পায় অন্বেষণ

মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন

লুকালে না পায় অন্বেষণ

কালারে হারায়ে তেমন

কালারে হারায়ে তেমন

ঐ রূপ হেরি এ দর্পণে,

ঐ রূপ হেরি এ দর্পণে

আমার মনের মানুষের সনে,

আমার মনের মানুষের সনে।

মিলন হবে কত দিনে

মিলন হবে কত দিনে

আমার মনের মানুষের সনে,

আমার মনের মানুষের সনে।

মিলন হবে কত দিনে

মিলন হবে কত দিনে

আমার মনের মানুষের সনে,

আমার মনের মানুষের সনে।

আমার মনের মানুষের সনে,

আমার মনের মানুষের সনে।

==ধন্যবাদ==

Еще от লালন গীতি

Смотреть всеlogo

Тебе Может Понравиться