menu-iconlogo
huatong
huatong
--cover-image

আমি তার ছলনায় ভুলবোনা

সন্ধ্যা মুখোপাধ্যায়huatong
🎼★𖣘QUEEN𖣘★°🎤࿐*huatong
Тексты
Записи
= ভারতীয় আধুনিক গান=

আমি তার ছলনায় ভুলবো না

=শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় =

আমি তার ছলনায় ভুলবো না

কাজ নেই আর আমার ভালবেসে

কাজ নেই আর আমার ভালবেসে

চোখে জল নিয়ে দিন গুনবো না

কাজ নেই আর আমার ভালবেসে

কাজ নেই আর আমার ভালবেসে

=আপলোড:কুইন[BD:SS]

= সুরধ্বনি সঙ্গীত একাডেমী

পোড়া মন জ্বালাতন করে যা করুক

পোড়া মন জ্বালাতন করে যা করুক

লোক লাজ ভয়ে টলবো না

ক্ষমা করো বলে সাধে যে সাধুক

ক্ষমা করো বলে সাধে যে সাধুক

আমি মিষ্টি কথায় গলবো না

অজুহাত কোন আর শুনবো না

কাজ নেই আর আমার ভালবেসে

কাজ নেই আর আমার ভালবেসে

= সুরধ্বনি সঙ্গীত একাডেমী

=আপলোড:কুইন[BD:SS]

ভেঙ্গে যায় যদি মন কাঁচেরই মতন

ভেঙ্গে যায় যদি মন কাঁচেরই মতন

জোড়া দিলেও দাগ ঘুচবে না

কপালের যা লিখন থাকে আজীবন

কপালের যা লিখন থাকে আজীবন

শত চেষ্টাতেও তা মুছবে না

সোজা পথ ছাড়া আর চলবো না

কাজ নেই আর আমার ভালবেসে

কাজ নেই আর আমার ভালবেসে

চোখে জল নিয়ে দিন গুনবোনা

কাজ নেই আর আমার ভালবেসে

কাজ নেই আর আমার ভালবেসে

কাজ নেই আর আমার ভালবেসে

কাজ নেই আর আমার ভালবেসে

Еще от সন্ধ্যা মুখোপাধ্যায়

Смотреть всеlogo

Тебе Может Понравиться