menu-iconlogo
huatong
huatong
arman-alif-nesha-cover-image

নেশা Nesha

Arman Alifhuatong
mommynina49huatong
Тексты
Записи
তোমার নেশায় পইরা,আমি হইলাম দিওয়ানা

তোমার জন্য হারায় গেল, আমার ঠিকানা

তোমার মতোই থাকলা তুমি খবর নিলা না

তোমার কাজল রঙে রাঙা, তুমি কার আঙ্গিনা

তোমার নেশায় পইরা আমি হইলাম দিওয়ানা

তোমার জন্য হারায় গেল আমার ঠিকানা

তোমার মতোই থাকলা তুমি খবর নিলা না

তোমার কাজল রঙে,রাঙা তুমি কার আঙ্গিনা

আজ আমার ভেতর জুড়ে শুধু নেশার বসবাস

নেশা হাসায় নেশা কাঁদায় নেই আমি আমার

রোজ বিকেলের মত তোমায় আর তো দেখি না

আমি আমার মতোই থাকবো ভালো খবর নিও না

Еще от Arman Alif

Смотреть всеlogo

Тебе Может Понравиться