menu-iconlogo
huatong
huatong
avatar

লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায় (Short )

Arman Alifhuatong
mikesd54huatong
Тексты
Записи
চান্দের মত মুখটি যখন ভাসত নয়ন জলে

আদর কইরা মুইছা দিতাম গালে,

ঘাটে আইসা পাশে বইসা জড়াইতো এই বুকে

ভুলব আমি এই কথা কেমনে,

চান্দের মত মুখটি যখন ভাসত নয়ন জলে

আদর কইরা মুইছা দিতাম গালে,

ঘাটে আইসা পাশে বইসা জড়াইতো এই বুকে

ভুলব আমি এই কথা কেমনে,

তবে ভালো কেনো বাসিলা স্বপ্ন কেনো দেখাইলা

ভালো কেনো বাসিলা আমারে,

তবে ভালো কেনো বাসিলা স্বপ্ন কেনো দেখাইলা

ভালো কেনো বাসিলা আমারে,

লাল শাড়ি, পরিয়া কন্যা,

রক্ত আলতা পায়.....,

আমার চোখের জল মিশাইলা,

নিলানা বিদায়....।

তুমি ফিরাও চাইলা না একবার,

চইলা গেলা হায়..,

জানি আজ রাতে হইবা পরের,

আর ভাইবো না আমায়

Еще от Arman Alif

Смотреть всеlogo

Тебе Может Понравиться

লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায় (Short ) от Arman Alif - Тексты & Каверы