menu-iconlogo
huatong
huatong
artcell-dhushor-shomoy-cover-image

Dhushor Shomoy (ধূসর সময়)

Artcellhuatong
3bee.eventshuatong
Тексты
Записи
নোনা স্বপ্নে গড়া তোমার স্মৃতি

শত রঙে রাঙিয়ে মিথ্যে কোনো স্পন্দন

আলোর নিচে যে আঁধার খেলা করে

সে আঁধারে শরীর মেশালে…হে…

নোনা স্বপ্নে গড়া তোমার স্মৃতি

শত রঙে রাঙিয়ে মিথ্যে কোনো স্পন্দন

আলোর নিচে যে আঁধার খেলা করে

সে আঁধারে শরীর মেশালে…হে…

আজ আমি ধূসর কি রঙিন সময়ে

পথ হারাই তোমাতে

জীবনের কাঁটা তারে তুমি

অন্তহীনের অপূর্ণতায়

বেওয়ারিশ ঘুড়ি উড়ে যাও অনাবিল

আকাশের শূণ্যতায়

তবু আমি…

কি খুঁজি মানুষের বিষাদের চোখে

কোথায় আলোর উৎসবে স্বপ্নের প্রতিবিম্ব

ভাঙে

একা একা আমি থাকি দাঁড়ায়ে

স্মৃতির ঝড়ো বাতাসে

দুজনার শরীর মেশায়

কি খুঁজি মানুষের বিষাদের চোখে

কোথায় আলোর উৎসবে স্বপ্নের প্রতিবিম্ব

ভাঙে

একা একা আমি থাকি দাঁড়ায়ে

স্মৃতির ঝড়ো বাতাসে

দুজনার শরীর মেশায়

আজ আমি ধূসর কি রঙিন সময়ে

পথ হারাই তোমাতে

জীবনের কাঁটা তারে তুমি

অন্তহীনের অপূর্ণতায়

বেওয়ারিশ ঘুড়ি উড়ে যাও অনাবিল

আকাশের শূণ্যতায়

জীবনের কাঁটা তারে তুমি

অন্তহীনের অপূর্ণতায়

বেওয়ারিশ ঘুড়ি উড়ে যাও অনাবিল

আকাশের শূণ্যতায়...

তবু আমি…

Еще от Artcell

Смотреть всеlogo

Тебе Может Понравиться