menu-iconlogo
huatong
huatong
artcell-dukkho-bilash-cover-image

Dukkho Bilash

Artcellhuatong
mscorquihuatong
Тексты
Записи
তোমরা কেউ কি দিতে পারো

প্রেমিকার ভালোবাসা

দেবে কি কেউ জীবনে উষ্ণতার

সত্য আশা

ভালোবাসার আগে নিজেকে নিও বাঁচিয়ে

আমার মনের মত নিও সাজিয়ে

আমি বড় অসহায় অন্যপথে

একটি নাটকই দেখি মহ্কালের মঞ্চে

ও আমায় ভালোবাসেনি

অসীম এ ভালোবাসা ও বোঝেনি

ও আমায় ভালোবাসেনি

অতল এ ভালোবাসা তলিয়ে দেখেনি

তোমরা কেউ কি করবে

আমার জন্য অপেক্ষা

ভালোবাসবে শুধুই আমায়

করবে প্রতিজ্ঞা

ভালোবাসার আগে নিজেকে নিও বাঁচিয়ে

আমার মনের মত নিও সাজিয়ে

আমি বড় অসহায় অন্যপথে

একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে

ও আমায় ভালোবাসেনি

অসীম এ ভালোবাসা ও বোঝেনি

ও আমায় ভালোবাসেনি

অতল এ ভালোবাসা তলিয়ে দেখেনি

এতো ভিড়েও আজো আমি একা

মনে শুধু যে শূন্যতা

আঁধারে যতো ছড়াই আলো

সবই আঁধারে মেলায়

ও যে কোথায় হারালো

ব্যাথা কাকে যে শুধাই

Еще от Artcell

Смотреть всеlogo

Тебе Может Понравиться