menu-iconlogo
huatong
huatong
avatar

Beche Achi Morar Moto

Atif Ahmed Niloyhuatong
Danger-zonehuatong
Тексты
Записи
ছেলেঃ] বেঁচে আছি মরার মতো।

আমি কেন মরিনা।

মরে গেলে খুঁজবি আমায়

সেইদিনতো পাবিনা।

মেয়েঃ] বেঁচে আছি মরার মতো।

আমি কেন মরিনা।

মরে গেলে খুজবি আমায়

সেইদিনতো পাবিনা।

ছেলেঃ] ভালোবাসা মিথ্যে ছিলো।

সবই ছিলো ছলনা-।

পাষান বন্ধু কোনোদিনো

তুইতো ক্ষমা পাবিনা।

মেয়েঃ] বেঁচে আছি মরার মতো।

আমি কেন মরিনা।

মরে গেলে খুঁজবি আমায়

সেইদিনতো পাবিনা।

ছেলেঃ] পরে রবে আমার সৃতি কাঁদাবে তোমারে।

আমি আজও তোমায় খুঁজি তুমি খুজো কাহারে।

পরে রবে আমার সৃতি কাঁদাবে তোমারে।

আমি আজও তোমায় খুঁজি তুমি খুজো কাহারে।

মেয়েঃ] বেঁচে আছি মরার মতো।

আমি কেন মরিনা।

মরে গেলে খুঁজবি আমায়

সেইদিনতো পাবিনা।

ছেলেঃ] বেঁচে আছি মরার মতো।

আমি কেন মরিনা।

মরে গেলে খুঁজবি আমায়

সেইদিনতো পাবিনা।

মেয়েঃ] আজ ঘুম আসেনা মন মানেনা।

আমার তুমিটা কই।

একসাথে ঘুমাবো বলে

তাইতো আজও জেগে রই।

ঘুম আসেনা মন মানেনা-।

আমার তুমিটা কই।

একসাথে ঘুমাবো বলে

তাইতো আজও জেগে রই।

ছেলেঃ] বেঁচে আছি মরার মতো।

আমি কেন মরিনা।

মরে গেলে খুঁজবি আমায়

সেইদিনতো পাবিনা।

দুজনেঃ] বেঁচে আছি মরার মতো।

আমি কেন মরিনা।

মরে গেলে খুঁজবি আমায়

সেইদিনতো পাবিনা।

Еще от Atif Ahmed Niloy

Смотреть всеlogo

Тебе Может Понравиться

Beche Achi Morar Moto от Atif Ahmed Niloy - Тексты & Каверы