menu-iconlogo
huatong
huatong
atif-ahmed-niloy-boka-pakhi-apon-chinli-na-cover-image

Boka Pakhi Apon Chinli Na

Atif Ahmed Niloyhuatong
ruthless467huatong
Тексты
Записи
যারে পাখি উইরা যা

খাইলি বুকের কলিজা

বোকা পাখি আপন চিনলি না

না রে বোকা পাখি আপন চিনলি না

ছিলি বুকের ভিতরে রেখেছিলাম যত্নে

ছিঁড়া খাইলি আমার কলিজা

ওরে বোকা পাখি আপন চিনলি না

রাত ফুরিয়ে সকাল আসে

তারা থাকে চাঁদের পাশে

চাঁদ না থাকলে তারা অসহায়

হায় রে চাঁদ না থাকলে তারা অসহায়

রাত ফুরিয়ে সকাল আসে

তারা থাকে চাঁদের পাশে

চাঁদ না থাকলে তারা অসহায়

হায় রে চাঁদ না থাকলে তারা অসহায়

আমারি চাঁদ ছিলি যে তুই

এক থুইয়া হারাইলি কোই

তোরে ছাড়া আমি আসহায়

হায় রে বোকা পাখি আপন চিনলি না

না রে বোকা পাখি আপন চিনলি না

একটা ডালে দুইটা পাখি

ছিলো কতো মাখামাখি

একটা পাখি কদর বুঝলো না

না রে একটা পাখি কদর বুঝলো না

একটা ডালে দুইটা পাখি

ছিলো কতো মাখামাখি

একটা পাখি কদর বুঝলো না

না রে একটা পাখি কদর বুঝলো না

পাখির মতো উড়াল দিলি

একা করে চলে গেলি

একটা বারও ফিরা চাইলি না

না রে বোকা পাখি আপন চিনলি না

না রে বোকা পাখি আপন চিনলি না

যারে পাখি উইরা যা

খাইলি বুকের কলিজা

বোকা পাখি আপন চিনলি না

না রে বোকা পাখি আপন চিনলি না

ছিলি বুকের ভিতরে রেখেছিলাম যত্নে

ছিঁড়া খাইলি আমার কলিজা

ওরে বোকা পাখি আপন চিনলি না

Еще от Atif Ahmed Niloy

Смотреть всеlogo

Тебе Может Понравиться