menu-iconlogo
logo

Ami Tomakei Bole Debo

logo
Тексты
আমি তোমাকেই বলে দেবো

Singer: Bappa

Rana

আমি তোমাকেই বলে দেবো

কিযে একা দীর্ঘ রাত

আমি হেটে গেছি বিরাণ পথে

আমি তোমাকেই বলে দেবো

সেই ভুলেভরা গল্প

কড়া নেড়ে গেছি ভুল দরজায়

ছুঁয়ে কান্নার রঙ

ছুঁয়ে জোছনার ছায়া

ছুঁয়ে কান্নার রঙ

ছুঁয়ে জোছনার ছায়া

আমি তোমাকেই বলে দেবো

কিযে একা দীর্ঘ রাত

আমি হেটে গেছি বিরাণ পথে

আমি তোমাকেই বলে দেবো

সেই ভুলেভরা গল্প

কড়া নেড়ে গেছি ভুল দরজায়

ছুঁয়ে কান্নার রঙ

ছুঁয়ে জোছনার ছায়া

ছুঁয়ে কান্নার রঙ

ছুঁয়ে জোছনার ছায়া

আমি কাউকে বলিনি সে নাম

কেউ জানেনা, না জানে আড়াল

আমি কাউকে বলিনি সে নাম

কেউ জানেনা, না জানে আড়াল

জানে কান্নার রঙ

জানে জোছনার ছায়া

জানে কান্নার রঙ

জানে জোছনার ছায়া

তবে এই হোক

তীরে জাগুক প্লাবন

দিনে হোক লাবণ্য

হৃদয়ে শ্রাবণ

তবে এই হোক

তীরে জাগুক প্লাবন

দিনে হোক লাবণ্য

হৃদয়ে শ্রাবণ

তুমি কান্নার রঙ,

তুমি জোছনার ছায়া

তুমি কান্নার রঙ,

তুমি জোছনার ছায়া

আমি তোমাকেই বলে দেবো

কিযে একা দীর্ঘ রাত

আমি হেটে গেছি বিরাণ পথে

আমি তোমাকেই বলে দেবো

সেই ভুলেভরা গল্প

কড়া নেড়ে গেছি ভুল দরজায়

ছুঁয়ে কান্নার রঙ

ছুঁয়ে জোছনার ছায়া

ছুঁয়ে কান্নার রঙ

ছুঁয়ে জোছনার ছায়া

ছুঁয়ে কান্নার রঙ

ছুঁয়ে জোছনার ছায়া

ধন্যবাদ

Ami Tomakei Bole Debo от Bappa/Taposh - Тексты & Каверы