menu-iconlogo
huatong
huatong
avatar

Amar Ektarata - Male

Debdeep Mukhopadhyayhuatong
nickie7692huatong
Тексты
Записи
এই একতারাটার সুরগুলো খুব একা

তার কাঁচা আলোর গন্ধে

ফেরার পথে দেখা হলে

নেশার মতো দু′হাত কালবৈশাখী চায়

ওই সিঁড়িভাঙ্গা অঙ্কগুলোই ডোবালো আমায়

এর চেয়ে বেশি কী বলো আর চাইতে পারি?

এত গভীর, তারও গভীর আলোকিত

এক ঝাঁক জোনাকী আবির হয়ে ঢুকলো এবার

চোখে চমক সাজাচ্ছিলো পালকই তো

চাবি এমনি ধরে আলগা হাতের মুঠো

জানি দরজা খোলার পরেই তোমার চোখ

গুপ্তধনের বাক্স যখন তোমার হাতেই

নাও শাস্তিস্বরূপ আনন্দটাই হোক

এর চেয়ে বেশি কী বলো আর চাইতে পারি?

যেতেই পারতে, কেন ফিরতে গেলে বেকার?

এই এতটা পথ আর কে আসে তোমার জন্যে?

সেই তো একটা রাস্তা ভালোবাসতে শেখার

কোন শিশিরে কোন ফুলের যে ঘুম ভাঙে

শীতের পাখির গলায় যেমন জোর

যুদ্ধ যদি বাঁধাও তো হোক হুলস্থূল আর

চুম্বন হোক সমস্ত উত্তর

একতারাটার সুরগুলো খুব একা

তোমার ঘুম ভেঙেছে কৃষ্ণচূড়ার মতো

এই বুকের ভিতর পাথর আলো পাশ ফিরে থাক

জলছবিতে আঁকবো তোমার ইতস্তত

আমি জলছবিতে আঁকবো তোমার ইতস্তত

আমি জলছবিতে আঁকবো তোমার ইতস্তত

Еще от Debdeep Mukhopadhyay

Смотреть всеlogo

Тебе Может Понравиться