menu-iconlogo
huatong
huatong
doli-shayontoni-bishom-piriti-cover-image

Bishom Piriti

Doli Shayontonihuatong
prettyqqshuatong
Тексты
Записи
এযে ভিশোনও প্রিরীতি তিপিরিতি সোই

বন্ধো মনের তালা চাবী আছে কই

চাবী নিয়ে মন বন্ধুয়া থাকে দুরে

উথাল পাথাল মন পথ চয়ে রইরই

এযে ভিশোনও প্রিরীতি তিপিরিতি সোই

বন্ধো মনের তালা চাবী আছে কই

চাবী নিয়ে মন বন্ধুয়া থাকে দুরে

উথাল পাথাল মন পথ চয়ে রই

ভিশোনও প্রিরীতি তিপিরিতি সোই

ধিকি ধিকি না কাতিনা,না তিনা তিনা

ধিকি ধিকি না কাতিনা ।

অন্তর জল্লে শুধু ধিকি ধিকি

জল দিলে নেভেনা হলো একি

অন্তর জল্লে শুধু ধিকি ধিকি

জল দিলে নেভেনা হলো একি

ও+আমি কইতেও পাড়িনা,সোইতেও পাড়িনা

পাগলিনী হয়ে তার পথ চেয়ে রই

শুধু পথ+প্রানে চেয়ে রই

এযে ভিশোনও প্রিরীতি তিপিরিতি সোই

বন্ধো মনের তালা চাবী আছে কই

চাবী নিয়ে মন বন্ধুয়া থাকে দুরে

উথাল পাথাল মন পথ চয়ে রই

ধিকি ধিকি না কাতিনা,না তিনা তিনা

ধিকি ধিকি না কাতিনা ।

চিরোদিন রেখো মনে এ পিরীতি

বন্ধু তোমার কাছে এ মিনোতি

চিরোদিন রেখো মনে এ পিরীতি

বন্ধু তোমার কাছে এ মিনোতি

ও আমি জাত কুল বুঝিনা লোক লাজ মানিনা

শুধু জানি একদিন আসবে গো সোই

তাই তো পথও প্রানে চেয়ে রই

এযে ভিশোনও প্রিরীতি তিপিরিতি সোই

বন্ধো মনের তালা চাবী আছে কই

চাবী নিয়ে মন বন্ধুয়া থাকে দুরে

উথাল পাথাল মন পথ চয়ে রইরই

এযে ভিশোনও প্রিরীতি তিপিরিতি সোই

বন্ধো মনের তালা চাবী আছে কই

চাবী নিয়ে মন বন্ধুয়া থাকে দুরে

উথাল পাথাল মন পথ চয়ে রই

ভিশোনও প্রিরীতি তিপিরিতি সোই

মিউজিক বিডি জীবন

Еще от Doli Shayontoni

Смотреть всеlogo

Тебе Может Понравиться