menu-iconlogo
huatong
huatong
avatar

Tomake Vebe Lekha

Fuadhuatong
ohana69huatong
Тексты
Записи
মন ভাল নেই

বারেবার মনে হয়

তুমি পাশে নেই

ভাবি ধুর ছাই, কেন কাটেনা সময়

সাতটি রঙ্গে তোমাকে খুজে বেড়াই

বৃষ্টি শেষে

দেখা না পেলে বড় অভিমান হয়

রাত কাটে র্নিঘুম, আমি নিশ্চুপ নিঃস্ব

ভেবে যাই

ভালবাসি তোমায় এতটা

রাত কাটে র্নিঘুম, আমি নিশ্চুপ নিঃস্ব

ভেবে যাই

ভালবাসি তোমায় এতটা

তোমার হাসিতে হাজার ফুল ফুটে যায়

তুমি না আসলে হাসবে কে আমার বাগিচায়?

তোমার জন্য বেদনার গান লিখেছি

বুকে সব স্মৃতিগুলো এক করে সূর বেঁধেছি

মনে একটাই সুখ

আমাকেও খুব ভালবাস তুমি তাই

ভালবাসি তোমায় এতটা

রাত কাটে র্নিঘুম, আমি নিশ্চুপ নিঃস্ব

ভেবে যাই

ভালবাসি তোমায় এতটা

জানি তুমি ভাল নেই আমায় একা রেখে

ভীষণ কষ্টে আছো আমাকে না দেখে

কতদিন দেখিনি তোমার মুখখানি

ক্ষনিকের জন্য থাকো আজ যে এখানে

ফিরে তুমি আসবে আবার জীবনে কারণ

ভালবাসো আমায় এতটা

রাত কাটে র্নিঘুম, আমি নিশ্চুপ নিঃস্ব

ভেবে যাই

ভালবাসি তোমায় এতটা

মন ভাল নেই

বারেবার মনে হয়

তুমি পাশে নেই

ভাবি ধুর ছাই, কেন কাটেনা সময়

সাতটি রঙ্গে তোমাকে খুজে বেড়াই

বৃষ্টি শেষে

দেখা না পেলে বড় অভিমান হয়

রাত কাটে র্নিঘুম, আমি নিশ্চুপ নিঃস্ব

ভেবে যাই

ভালবাসি তোমায় এতটা

রাত কাটে র্নিঘুম, আমি নিশ্চুপ নিঃস্ব

ভেবে যাই

ভালবাসি তোমায় এতটা

Еще от Fuad

Смотреть всеlogo

Тебе Может Понравиться