menu-iconlogo
huatong
huatong
habib-wahidnancy-jhora-pata-cover-image

Jhora Pata

Habib Wahid/Nancyhuatong
sam71417huatong
Тексты
Записи
..... ......

.......Follow Me........

ঝরা পাতা উড়ে যায়

আহারে কি মায়ায়

একা একা ফিরে দেখা

দক্ষিণ হাওয়ায়

কিছু কি ছিলনা বলার

কিছু ধরে রাখবার

অন্ধ বাঁধনে

সে পথ চলার

আজও জানালা বেয়ে

একই রোদ্দুর পাশে

সন্ধ্যা তারা জ্বালেনা

কেউ আমার আকাশে

ঝরা পাতা উড়ে যায়

আহারে কি মায়ায়

একা একা ফিরে দেখা

দক্ষিণ হাওয়ায়

..... ......

.......Follow Me........

ভেবো না আমায়

নিয়ে সুখেই আমি আছি

আঁধারে ভয় নেই আর

ভেবো না আমায়

নিয়ে সুখেই আমি আছি

আঁধারে ভয় নেই আর

তুমি কি এখনও

তেমনই আছো

নাকি বিষণড়ব আবার

কিছু কি ছিলনা বলার

কিছু ধরে রাখবার

অন্ধ বাঁধনে

সে পথ চলার

আজও জানালা বেয়ে

একই রোদ্দুর পাশে

সন্ধ্যা তারা জ্বালেনা

কেউ আমার আকাশে

ঝরা পাতা উড়ে যায়

আহারে কি মায়ায়

একা একা ফিরে দেখা

দক্ষিণ হাওয়ায়

..... ......

.......Follow Me........

ভালবাসার নয়

বলো ভালো কি আছে

সেই বারান্দাতে আজ

ভালবাসার নয়

বলো ভালো কি আছে

সেই বারান্দাতে আজ

পাশাপাশি সে হাত

লাজুক সে চোখ

আছে কি সেই আদরে

কিছু কি ছিলনা বলার

কিছু ধরে রাখবার

অন্ধ বাঁধনে

সে পথ চলার

আজও জানালা বেয়ে

একই রোদ্দুর পাশে

সন্ধ্যা তারা জ্বালেনা

কেউ আমার আকাশে

ঝরা পাতা উড়ে যায়

আহারে কি মায়ায়

একা একা ফিরে দেখা

দক্ষিণ হাওয়ায়

..... ......

.......Follow Me........

Еще от Habib Wahid/Nancy

Смотреть всеlogo

Тебе Может Понравиться