menu-iconlogo
huatong
huatong
habib-wahidnancy-prithibir-joto-sukh-ii-cover-image

Prithibir Joto Sukh II পৃথিবীর যত সুখ

Habib Wahid/Nancyhuatong
___𝙃𝙧𝙞𝙙𝙤𝙮࿐huatong
Тексты
Записи
F. পৃথিবীর যত সুখ, যত ভালবাসা

সবই যে তোমায় দেব, একটাই আশা

তুমি ভুলে যেও না আমাকে

আমি ভালবাসি তোমাকে

M.পৃথিবীর যত সুখ, যত ভালবাসা

সবই যে তোমায় দেব, একটাই আশা

তুমি ভুলে যেও না আমাকে

আমি ভালবাসি তোমাকে

F. ভাবিনি কখনো, এ হৃদয় রাঙানো

ভালবাসা দেবে তুমি

দুয়ারে দাঁড়িয়ে, দু’বাহু বাড়িয়ে

সুখেতে জড়াব আমি

M. সেই সুখেরই ভেলায় ভেসে

স্বপ্ন ডানা মেলব এসে

এক পলকে পৌঁছে যাব, রুপকথারই দেশে

তুমি ভুলে যেও না আমাকে

আমি ভালবাসি তোমাকে

আমি ভালবাসি তোমাকে

M. রয়েছে এখনো এ বুকে লুকানো

রাত জাগা স্বপ্ন ঘুমিয়ে

মেঘেতে দাঁড়িয়ে,আকাশে হারিয়ে

যতনে রেখ গো তুমি

F. সেই মেঘেরই আঁচল এনে

আমায় তুমি নাও গো টেনে

রং-তুলিতে আঁকব ক্ষণ

রুপ কুমারের দেশে

তুমি ভুলে যেও না আমাকে

আমি ভালবাসি তোমাকে

M. আমি ভালবাসি তোমাকে

MF. পৃথিবীর যত সুখ, যত ভালবাসা

সবই যে তোমায় দেব, একটাই আশা

তুমি ভুলে যেও না আমাকে

আমি ভালবাসি তোমাকে

Еще от Habib Wahid/Nancy

Смотреть всеlogo

Тебе Может Понравиться