menu-iconlogo
huatong
huatong
avatar

Godhuli alap

Ikkshita Mukherjeehuatong
susmitagangohuatong
Тексты
Записи
এত কাছে তোর যাব বলে ভাবিনি তো-

আমি তোমাকে পাবো বলে ভাবিনি তো।

পাথরে নদী একাকার ভাবিনি হবে আজ—

আজ পথ হারায়,

আলগোছে গোধূলি আলাপ-

আজ শুকতারায়,

মন খোঁজে গোধূলি আলাপ—

সঙ্গে আজ গোধূলি আলাপ।।

পাহাড়ের ফুল তুই,

বাহারের ভুল তুই,

আবিরের রং তোর রাগে—

তোমারি আবেশ হয়ে,

অচেনা আবেগ ছুঁয়ে,

এইভাবে জাগিনি তো আগে—

ভেবেছি আমি বহুবার,

ভাবিনি হবে আজ-

আজ পথ হারায়, আলগোছে গোধূলি আলাপ-

আজ শুকতারায়,

মন খোঁজে গোধূলি আলাপ।

সঙ্গে আজ গোধূলি আলাপ,

সঙ্গে আজ গোধূলি আলাপ।।

Еще от Ikkshita Mukherjee

Смотреть всеlogo

Тебе Может Понравиться