menu-iconlogo
huatong
huatong
kazi-nazrul-islam-khodar-premer-shorab-cover-image

খোদার প্রেমের শরাব khodar premer shorab

Kazi Nazrul Islamhuatong
nappy139huatong
Тексты
Записи
গান : খোদার প্রেমের শরাব পিয়ে

।। নজরুল সঙ্গীত।।

ট্র্যাক শিল্পী : অনুপ বড়ুয়া

খোদার প্রেমের শরাব পিয়ে

বেহুঁশ হয়ে রই পড়ে হায়

খোদার প্রেমের শরাব পিয়ে

বেহুঁশ হয়ে রই পড়ে হায়

ছেড়ে মসজিদ আমার মুর্শিদ

এল যে এই পথ ধরে হায়

খোদার প্রেমের শরাব পিয়ে।।

দুনিয়াদারীর শেষে আমার

নামাজ রোজার বদলাতে

দুনিয়াদারীর শেষে আমার

নামাজ রোজার বদলাতে

চাই না বেহেশত খোদার কাছে

চাই না বেহেশত খোদার কাছে

নিত্য মোনাজাত করে হায়

খোদার প্রেমের শরাব পিয়ে

বেহুঁশ হয়ে রই পড়ে হায়

খোদার প্রেমের শরাব পিয়ে।।

কায়েস যেমন লায়লী লাগি’

লভিল মজনু খেতাব,

যেমন ফরহাদ শিরীর প্রেমে

হ’ল দিওয়ানা বেতাব,

বে খুদীতে মশগুল আমি

বে খুদীতে মশগুল আমি

তেমনি মোর খোদার তরে হায়

খোদার প্রেমের শরাব পিয়ে

বেহুঁশ হয়ে রই পড়ে হায়

ছেড়ে মসজিদ আমার মুর্শিদ

এল যে এই পথ ধরে হায়

খোদার প্রেমের শরাব পিয়ে

খোদার প্রেমের শরাব পিয়ে

খোদার প্রেমের শরাব পিয়ে।।

o সমাপ্ত o o o o o o

Еще от Kazi Nazrul Islam

Смотреть всеlogo

Тебе Может Понравиться