menu-iconlogo
huatong
huatong
avatar

Hatath Jakhan

potahuatong
phoenix8rthuatong
Тексты
Записи
হঠাৎ যখন সন্ধ্যা নেমে আসে

আকাশ পানে চাঁদ মুচকি হাসে

আঁধার যখন গভীর হতে চায়

সময় যখন এমনি বয়ে যায়

নিজের ঘরে নিভিয়ে বাতি

রাত্রি, আমি থাকবো তোমার সাথী

নিজের ঘরে নিভিয়ে বাতি

রাত্রি, আমি থাকবো তোমার সাথী

সকাল আবার আসবে জানি কাল

পুবের আকাশ পরবে সিঁদুর লাল

সেই আকাশে নেই রে কিন্তু চাঁদ

সেই আকাশে নেই রে মায়ার ফাঁদ

দিনকে যখন সবাই ভালোবাসে

রাত্রি, আমি থাকবো তোমার পাশে

নিজের ঘরে নিভিয়ে বাতি

রাত্রি আমি থাকবো তোমার সাথী

রাত্রিবেলা স্বপ্ন দেখি আমি

রাত্রিবেলা আঁধার জলে নামি

রাত্রি বেলা বাহির পানে চাই

রাত্রিবেলা তেপান্তরে যাই

রাত্রিবেলা মর্মে বাজে গান

রাত্রিবেলা রক্তে আসে বান

রাত্রি, তুমি মন-চাষীদের খামার

রাত্রি, তুমি আমার, শুধু আমার

দিনকে যখন সবাই ভালোবাসে

রাত্রি, আমি থাকবো তোমার পাশে

নিজের ঘরে নিভিয়ে বাতি

রাত্রি, আমি থাকবো তোমার সাথী

Еще от pota

Смотреть всеlogo

Тебе Может Понравиться