menu-iconlogo
huatong
huatong
avatar

Amar Bhitoro Bahire

Rishi Pandahuatong
micmurrayhuatong
Тексты
Записи
ভালো আছি ভালো থেকো

আকাশের ঠিকানায় চিঠি লিখো

ভালো আছি ভালো থেকো

আকাশের ঠিকানায় চিঠি লিখো

দিও তোমার মালাখানি

দিও তোমার মালাখানি

বাউল এর এই মনটা রে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে

ঢেকে রাখে যেমন কুসুম

পাপড়ির আবডালে ফসলের ঘুম

ঢেকে রাখে যেমন কুসুম

পাপড়ির আবডালে ফসলের ঘুম

তেমনি তোমার নিবিড় চলা

তেমনি তোমার নিবিড় চলা

মরমের মূল পথ ধরে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে

পুষে রাখে যেমন ঝিনুক

খোলসের আবরণে মুক্তোর সুখ

পুষে রাখে যেমন ঝিনুক

খোলসের আবরণে মুক্তোর সুখ

তেমনি তোমার গভীর ছোঁয়া

তেমনি তোমার গভীর ছোঁয়া

ভিতরের নীল বন্দরে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে

Еще от Rishi Panda

Смотреть всеlogo

Тебе Может Понравиться