কবিতাঃ মাইনসে ভালোবাসে ক্যান
কবিঃ জুয়েল শীল
আপলোডিং সহযোগিতায়
*******নূরনবী********
সহ-সভাপতি বাউলবাড়ি সংগঠন
****মিউজিক মেইড বাই *****
******এইচ এম হুসাইন*******
*স্টারমেকার গানবাড়ি অফিসিয়াল
*আপলোড বাই: এইচ এম হুসাইন
*সাধারন সম্পাদক বাউলবাড়ি সংগঠন
**MUSIC BY HM HUSSAIN**
*আইচ্ছা মাইনসে ভালোবাসে ক্যান?
কেউ আমারে কইতে পারবা
ভালোবাসায় তো কোন সুখ নাই
তারপরেও কেন মাইনসে
একজন আরেকজন রে
এত্তো ভালোবাসে
আমিতো ভালোবাইস্যা সুখ খুঁইজা পাইনাই
ভালোবাসায় কান্দন ছাড়া আর কিচ্ছুই নাই
ভালোবাসলে রাইত হইলেই
ফুঁপাইয়া ফুঁপাইয়া কান্দন লাগে
আমি তোমারে ভালোবাইস্যা
এহন মরা কান্দা কান্দি
রাইত হইলেই কানতে কানতে
বালিশ ভিজা যায় আমার
তয়, চোক্ষের জলের কোন রং নাই বইলা
কেউ বুঝবার পারে না
তয়, আমার মাঝে মধ্যে মন চায়
কোন একটা নদীর ধারে গিয়া
দূরে কোনখানে যেন হারাইয়া যাই
কেউ যেন আমারে আর খুঁইজা না পায়
আমার, আমার আর.. মরা কান্দন কাঁনতে ভালা লাগেনা
যত কান্দন যাই কও
ওই একটা মানুষের লইগ্যা
যারে আমি এত ভালোবাসার পরেও
হেই মানুষটা
আমারে একটু বুঝবার পারল না
আর আমি হেই মানুষটার লইগ্যা
হারা রাইত মরা কান্দন কাইন্দা বালিশ ভিজাই
তয়, তোমারে ভালোবাইস্যা
আমি একটা জিনিস ঠিকি বুইজ্জা গেছি
মন থেইকা কারো ভালাবাসলে
কান্দন ছাড়া
আর কিচ্ছু ...পাওয়া যায়না
আসলে কি জানো?
মানুষের দেহোর মরণ হইলে
সবাই বুঝবার পারে
আর মনের মরণ হইলে
কেউ বুঝবার পারেনা
কেউ না
কেউ না