menu-iconlogo
logo

মিলনের স্বাদ জাগে

logo
Тексты
গানঃ মিলনের স্বাদ জাগে বন্ধু

শিল্পীঃ রুনা বিক্রমপুরী

মিউজিকঃ এইচ আর লিটন

কথা সুরঃ আলেয়া বেগম

আসবে কি সে লগন

মোর জীবনে...

আসবে কি সে লগন

মোর জীবনে...

মিলনের সাধ জাগে বন্ধু...

কুঞ্জ বনে তোমারি সনে...

মিলনের সাধ জাগে বন্ধু...

আসবে কি সে লগন

মোর জীবনে...

আসবে কি সে লগন

মোর জীবনে...

মিলনের সাধ জাগে বন্ধু

কুঞ্জ বনে...তোমারি সনে...

মিলনের সাধ জাগে বন্ধু...

বুকেরি ভিতরে...

এতটুকু মন...

সে মনে চায় শুধু, তোমার পরসো

ও ও ও বুকের ভিতরে...

এতটুকু মন...

সে মনে চায় শুধু তোমার পরসো

জানিনা তা পূর্ন হবে কেমনে...

জানিনা তা পূর্ণ হবে কেমনে...

মিলনের সাধ জাগে বন্ধু...

কুঞ্জ বনে...তোমারি সনে...

মিলনের সাধ জাগে বন্ধু...

তুমি যে আমার...

কত সাধনার...

সে কথা তুমি কি বুঝনা

ও ও ও তুমি যে আমার...

কতো সাধনার...

সে কথা তুমি কি বুঝনা...

দিনগুলো কেটে যায়

কত সপনে...

দিনগুলো কেটে যায়

কত সপনে...

মিলনের সাধ জাগে বন্ধু...

কুঞ্জ বনে...তোমারি সনে...

মিলনের সাধ জাগে বন্ধু...

হৃদয়ে আঁকা...

তোমারি ছবি...

সারাবেলা, তোমাকেই ভাবি

ও ও ও হৃদয়ে আঁকা...

তোমারি ছবি...

সারাবেলা, তোমাকেই ভাবি

আলেয়া শুধু তোমার

নাও তা জেনে

আলেয়া শুধু তোমার

নাও তা জেনে...

মিলনের সাধ জাগে বন্ধু...

কুঞ্জ বনে..তোমারি সনে...

মিলনের সাধ জাগে বন্ধু...

মিলনের স্বাদ জাগে от RUNA - Тексты & Каверы