menu-iconlogo
huatong
huatong
avatar

Hai Allah Hai Allah

sami khanhuatong
nirobkhan01831huatong
Тексты
Записи
দেখলে হাসে না, স্বপ্নে ভাসে না

নাম ধরে যে তার, ডাকলে আসেনা

কি করি পড়েছি যে দোটানায়....

হায় আল্লাহ হায় আল্লাহ করবো কি যে হায়

এই ছেলের মন টা চুরি করবো কি উপায়

হায় আল্লাহ হায় আল্লাহ করবো কি যে হায়

এই ছেলের মন টা চুরি করবো কি উপায়

দেখলে হাসে না, স্বপ্নে ভাসে না

নাম ধরে যে তার, ডাকলে আসেনা

যত বেশি হয় যে দেখা ততই কাঁদে মন

কথার মাঝে আসল কথা হারায় সারাক্ষণ

ইচ্ছেগুলো বায় না করে জায়গায় সাড়া রাত

পাগল ছেলে বুঝবে কবে কিসের অজুহাত

বোঝেনা হায় হাজারও বাহানায়...

হায় আল্লাহ হায় আল্লাহ করবো কি যে হায়

এই ছেলের মন টা চুরি করবো কি উপায়

হায় আল্লাহ হায় আল্লাহ করবো কি যে হায়

এই ছেলের মন টা চুরি করবো কি উপায়

হয়তো মনের চোপ কথাকে গোপনে রেখে

দস্যি ছেলে আমাকে নিয়ে কবিতা লেখে

আমার মনে প্রথম প্রেমের আগুন জ্বালিয়ে

নিজের বুকের আগুনটাকে রাখি লুকিয়ে

কিজ্বালা মরি তারি ছলনায়....

হায় আল্লাহ হায় আল্লাহ করবো কি যে হায়

এই ছেলের মন টা চুরি করবো কি উপায়

হায় আল্লাহ হায় আল্লাহ করবো কি যে হায়

এই ছেলের মন টা চুরি করবো কি উপায়

Еще от sami khan

Смотреть всеlogo

Тебе Может Понравиться