menu-iconlogo
huatong
huatong
avatar

আজ জন্মদিন তোমার Aj jonmodin tomar Miles

Shafin Ahmedhuatong
r_dabneyhuatong
Тексты
Записи
আজ জন্মদিন তোমার মাইলস

দুই বাংলা

শুভ জন্মদিন পাপড়ি

আজকের আকাশে অনেক তারা

দিন ছিল সূর্য্যে ভরা

আজকের জোছনাটা আরো সুন্দর

সন্ধ্যাটা আগুন লাগা

আজকের পৃথিবী তোমার জন্য

ভরে থাকা ভালো লাগায়

মুখরিত হবে দিন গানে গানে

আগামীর সম্ভাবনায়

তুমি এইদিনে পৃথিবীতে এসেছো

শুভেচ্ছা তোমায়

তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর

উচ্ছ্বল দিন কামনায়

আজ জন্মদিন তোমার।।

তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল

তোমার জন্য হাসে অনরল স্নিগ্ধ বিকেল

ভালোবাসা নিয়ে নিজে তুমি

ভালোবাসো সব সৃষ্টিকে

ভালোবাসা নিয়ে নিজে তুমি

ভালোবাসো সব সৃষ্টিকে

তুমি এইদিনে পৃথিবীতে এসেছো

শুভেচ্ছা তোমায়

তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর

উচ্ছ্বল দিন কামনায়

আজ জন্মদিন তোমার।।

তোমার জন্য ফোটে পৃথিবীর সব গোলাপ

তোমার জন্য এই কবিতা নয়সে প্রলাম ।

আলোকিত হয়ে নিজে তুমি

আলোকিত কর পৃথিবীকে

আলোকিত হয়ে নিজে তুমি

আলোকিত কর পৃথিবীকে

তুমি এইদিনে পৃথিবীতে এসেছো

শুভেচ্ছা তোমায়

তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর

উচ্ছ্বল দিন কামনায়

আজ জন্মদিন তোমার।।

আজকের আকাশে অনেক তারা

দিন ছিল সূর্য্যে ভরা

আজকের জোছনাটা আরো সুন্দর

সন্ধ্যাটা আগুন লাগা

আজকের পৃথিবী তোমার জন্য

ভরে থাকা ভালো লাগায়

মুখরিত হবে দিন গানে গানে

আগামীর সম্ভাবনায়

তুমি এইদিনে পৃথিবীতে এসেছো

শুভেচ্ছা তোমায়

তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর

উচ্ছ্বল দিন কামনায়

আজ জন্মদিন তোমার।।

ধন্যবাদ

Еще от Shafin Ahmed

Смотреть всеlogo

Тебе Может Понравиться