menu-iconlogo
huatong
huatong
avatar

firiye dao

Shafin Ahmedhuatong
masonmillerhuatong
Тексты
Записи

নিঃস্ব করেছ আমায় কি নিঠুর ছলনায়

তুমি হীনা এ হৃদয় আমার একাকী অসহায়

নিঃস্ব করেছ আমায় কি নিঠুর ছলনায়

তুমি হীনা এ হৃদয় আমার একাকী অসহায়

পেয়ে হারানোর বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ

কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন

ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও ও

ফিরিয়ে দাও হারানো দিনগুলি

এ ভাবে চলে যেও না

আমার হৃদয়জুড়ে শুধু তুমি ছিলে

যত সুখ ছিল মনে কেন মুছে দিলে

পেয়ে হারানোর বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ

কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন

ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও ও

ফিরিয়ে দাও হারানো দিনগুলি

এ ভাবে চলে যেও না

অকারণ অভিমানে তুমি চলে যেও না

মায়াবী এ বাঁধন ছিঁড়ে দূরে সরে যেও না

পেয়ে হারানোর বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ

কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন

ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও ও

ফিরিয়ে দাও হারানো দিনগুলি

এ ভাবে চলে যেও না

নিঃস্ব করেছ আমায় কি নিঠুর ছলনায়

তুমি হীনা এ হৃদয় আমার একাকী অসহায়

পেয়ে হারানোর বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ

কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন

ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও ও

ফিরিয়ে দাও হারানো দিনগুলি

এ ভাবে চলে যেও না

Еще от Shafin Ahmed

Смотреть всеlogo

Тебе Может Понравиться