menu-iconlogo
huatong
huatong
avatar

Rana’s Library TIP TIP BRISHTY MEDLEY টিপ টিপ বৃষ্টি

Taposh/TONMOY TANSENhuatong
Rana_E_R_S🌲🌲huatong
Тексты
Записи
TIP TIP BRISHTY MEDLEY

Singer: Taposh and TONMOY TANSEN

**************

**************

এলেই যদি কেন চলে যাবে, এখনি

ও তুমি

একটু পরেই শুরু হবে টিপ টিপ বৃষ্টি

ভিজে যাবে তুমি ও

টিপ টিপ বৃষ্টি

এলেই যদি কেন চলে যাবে, এখনি

ও তুমি

একটু পরেই শুরু হবে টিপ টিপ বৃষ্টি

ভিজে যাবে তুমি ও

টিপ টিপ বৃষ্টি

**************

**************

বন্ধু তুমি থাকো যদি পাশে

**************

বসে রবো নিরালায়

**************

মন যে কখন দিয়ে দেব

**************

তোমার ঐ চোখের ইশারায়

এই মন জানেনা যে কতটা ভালবাসে

এই রাতের আধার হয়ে খোঁজে আশেপাশে

বন্ধু তুমি জানোনা জানোনা

কত ভালবাসি তোমাকে

কত ভালবাসি তোমাকে

**************

**************

যেতে যেতে বহুদূরে চলে গেলে তুমি

মিছেমিছি অভিমানে চোখে এলো পানি

যেতে যেতে বহুদূরে চলে গেলে তুমি

মিছেমিছি অভিমানে চোখে এলো পানি

যেওনা তুমি অবেলায়

দূরে কোন অজানায়

যেওনা তুমি অবেলায়

দূরে কোন অজানায়

যেখানে আমি নাই

তোমায় আমি খুঁজি

খুঁজি আপন মনে

স্বপ্নে আছো মিশে তুমি আছো জাগরণে

তোমায় আমি খুঁজি

খুঁজি আপন মনে

এই স্বপ্নে আছো মিশে তুমি আছো জাগরণে

এই মন জানেনা যে কতটা ভালবাসে

এই রাতের আধার হয়ে খোঁজে আশেপাশে

বন্ধু তুমি জানোনা জানোনা

কত ভালবাসি তোমাকে,

কত ভালবাসি তোমাকে

এলেই যদি কেন চলে যাবে এখনি

ও তুমি

একটু পরেই শুরু হবে টিপ টিপ বৃষ্টি

ভিজে যাবে তুমি ও টিপ টিপ বৃষ্টি,

**************

এখনতো সময় ভালবাসার,

এ'দুটি হৃদয় কাছে আসার,

তুমিও যে একা আমিও যে একা লাগে যে ভালো,

ও প্রিও......

ও প্রিও......

ও প্রিও......

ও প্রিও......

ও এখনতো সময় ভালবাসার,

এ'দুটি হৃদয় কাছে আসার,

তুমিও যে একা আমিও যে একা লাগে যে ভালো,

ও প্রিও......

ও প্রিও......

ও প্রিও......

ও প্রিও......

==ধন্যবাদ=

Еще от Taposh/TONMOY TANSEN

Смотреть всеlogo

Тебе Может Понравиться