menu-iconlogo
huatong
huatong
avatar

Jail khanar chithi by limon

Upalhuatong
༆⑅⃝🕊️🇱u200b🆁🅱️🦋Upal🦋🇧🇩huatong
Тексты
Записи
দেয়ালের ওপারে আছে আকাশ

খেয়ালের নানা রং আছে বাতাস

সে আকাশ দেখা হয় না

সে বাতাস এসে ছোঁয় না

কেদে যাই কেদে যাই কেদে যাই

না , কেমন করে বল ঐ খানে যাই

যেখানে তুমি আর তোমরা আছ সবাই

তাজ মহল রোডে বিকেল ঘড়ির চারটায়

সূর্য ঠিকি এসে গড়াগড়ি খায়

তোমার কোলের বারান্দায়

প্রতিক্ষাতেই রোজ নীল শার্ট জুতো কালো টাই

শার্ট জুতো কালো টাই

কাছা কাছি আছি তবুও নিখোঁজ

চলছে জীবন আমাকে ছাড়াই

Еще от Upal

Смотреть всеlogo

Тебе Может Понравиться