শিরোনাম আমার দয়াল বাবা কলা খাবা
ট্রেক ও আপলোড তুহিন ইসলাম
গান অনুরোধ :
মো সালাউদ্দীন ভাই
আমার দয়াল বাবা কলা খাবা
গাছ লাগাইয়া খাও
দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও
পরের গাছের পানে কেন ?
মিটমিটাইয়া চাও বাবা রে
পরের গাছের পানে কেন ?
মিটমিটাইয়া চাও
আমার দয়াল বাবা কলা খাবা
গাছ লাগাইয়া খাও
দয়াল বাবা কলা খাবা
গাছ লাগাইয়া খাও
পরের গাছের পানে কেন ?
মিটমিটাইয়া চাও বাবা রে
পরের গাছের পানে কেন ?
মিটমিটাইয়া চাও
ট্রেক ও আপলোড তুহিন ইসলাম
মানুষের ভিড়ে চাপাচাপি
দয়াল বাবায় করে কাঁপাকাঁপি
আরে মানুষের ভিড়ে চাপাচাপি
দয়াল বাবায় করে কাঁপাকাঁপি
বাবা তোমার বাংলাদেশে কত কলা চাও
ট্রেক ও আপলোড তুহিন ইসলাম
বাবা তোমার বাংলাদেশে কত কলা চাও
কলাবাগান চাষ কইরা কষ্ট কইরা খাও
কলাবাগান চাষ কইরা কষ্ট কইরা খাও
দয়াল বাবা কলা খাব গাছ লাগাইয়া খাও
দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও
পরের গাছের পানে কেন ?
মিটমিটাইয়া চাও বাবা রে
পরের গাছের পানে কেন ?
মিটমিটাইয়া চাও
ট্রেক ও আপলোড তুহিন ইসলাম
বাবা কলা চাই এত বড়ো
কে কোথায় আছে আমায় ধরো
বাবা কলা চাই এত বড়ো
কে কোথায় আছে আমায় ধরো
কলা আনতে যাব কোথায় বাবায় বলে দাও
ট্রেক ও আপলোড তুহিন ইসলাম
কলা আনতে যাব কোথায় বাবায় বলে দাও
কিনে তোমার খাতি হয় না সবই খাদ্য ফাউ
কিনে তোমার খাতি হয় না সবই খাদ্য ফাউ
আমার দয়াল বাবা কলা খাবা
গাছ লাগাইয়া খাও
দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও
পরের গাছের পানে কেন ?
মিটমিটাইয়া চাও বাবা রে
পরের গাছের পানে কেন ?
মিটমিটাইয়া চাও
পরের গাছের পানে কেন ?
মিটমিটাইয়া চাও বাবা রে
ট্রেক ও আপলোড তুহিন ইসলাম