আয়রে আয় বন্ধু আমার
এই বাঁকা চাঁদনী রাতে
খুব জমাবো দুই জনে প্রেম
এক নাওয়ে এক সাথে
আয়রে আয় বন্ধু আমার
এই বাঁকা চাঁদনী রাতে
খুব জমাবো দুই জনে প্রেম
এক নাওয়ে এক সাথে
হৈই আই হো হৈই আই হো
হৈই আই হো
আয়রে আয় বন্ধু আমার
এই বাঁকা চাঁদনী রাতে
খুব জমাবো দুই জনে প্রেম
এক নাওয়ে এক সাথে
আয়রে আয় বন্ধু আমার
এই বাঁকা চাঁদনীরাতে
খুব জমাবো দুই জনে প্রেম
এক নাওয়ে এক সাথে
হৈই আই হো হৈই আই হো
হৈই আই হো
দল কেটে কেটে নাও যাবে ছুটে
অজানারই,,,দিকে
ফিরবো মোরা আকাশ তখন
হয়ে যাবে,,,,বিকেল
আয়রে আয় বন্ধু আমার
এই বাঁকা চাঁদনী রাতে
খুব জমাবো দুই জনে প্রেম
এক নাওয়ে এক সাথে
আয়রে আয় বন্ধু আমার
এই বাঁকা চাঁদনী রাতে
খুব জমাবো দুই জনে প্রেম
এক নাওয়ে এক সাথে
হৈই আই হো হৈই আই হো
হৈই আই হো
কেউ না দেখে কেউ না শোনে
কেউ না বোঝে যাতে,,
হঠাৎ যদি বা কাছে কেউ দেখে
কি আসে যাই তাতে
আয়রে আয় বন্ধু আমার
এই বাঁকা চাঁদনী রাতে
খুব জমাবো দুই জনে প্রেম
এক নাওয়ে এক সাথে
আয়রে আয় বন্ধু আমার
এই বাঁকা চাঁদনী রাতে
খুব জমাবো দুই জনে প্রেম
এক নাওয়ে এক সাথে
হৈই আই হো হৈই আই হো
হৈই আই হো
আয়রে আয় বন্ধু আমার
এই বাঁকা চাঁদনী রাতে
খুব জমাবো দুই জনে প্রেম
এক নাওয়ে এক সাথে
আয়রে আয় বন্ধু আমার
এই বাঁকা চাঁদনী রাতে
খুব জমাবো দুই জনে প্রেম
এক নাওয়ে এক সাথে
হৈই আই হো হো হৈই আই হো
হৈই আই হো হো