ও শ্যাম রে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ওহ,,,,,,,,,,,,,,,,,,,রে শ্যাম
তোর বিনোদিনি কেমন আছে
বিনোদনি কেমন আছে
একবারও তো খবর নিলি নাহ
তোর বিনোদিনি কেমন আছে
বিনোদিনি কেমন আছে
একবারও তো খবর নিলি নাহ
তুই কখনো এমন ছিলি না
না রে বন্ধু তুই কখনো এমন ছিলি না
তুই কখনো এমন ছিলি না
বিনোদিনি কেমন আছে
বিনোদিনি কেমন আছে
একবারও তো খবর নিলি নাহ
তুই কখনো এমন ছিলি না
না রে বন্ধু তুই কখনো এমন ছিলি না
তুই কখনো এমন ছিলি না
তোরে দুঃখ দিতাম আমি ও পেতাম
আবার আমি ক্ষম চাইতে
চুরে করে তোর কাছে যেতাম
তোরে দুঃখ দিতাম আমি ও পেতাম
আবার আমি ক্ষম চাইতে
চুরে করে তোর কাছেই যেতাম
তোরে যে পাওনা আছে কত ভালোবাসা,,,,,,,,,
ও শ্যাম রে,,,,,,,,,,,,,,,,
কোন দিন তা ফিরেয়ে দিলি না,,
কোন দিন তা ফিরেয়ে দিলি না
তুই কখনো এমন ছিলি না
না রে বন্ধু তুই কখনো এমন ছিলি না
তুই কখনো এমন ছিলি না
আমি যে তোর জিবন ছিলাম
তুই আমার জিবন
হারে দুটি চোখের আড়াল হলো
পুড়তো আমার মন
আমি যে তোর জিবন ছিলাম
তুই আমার জিবন
হারে দুটি চোখের আড়াল হলো
পুড়তো আমার মন
এই বুকে যে জমা আছে কত শত আশা,,,,,,,,,,,,,,,,,,,,,
ও শ্যাম রে,,,,,,,,,,,,,,,,,,,,
একবারও তা খবর নিলি না
একবারও তা খবর নিলি না
তুই কখনো এমন ছিলি না
না রে বন্ধু তুই কখনো এমন ছিলি না
তুই কখনো এমন ছিলি না
তোর বিনোদিনি কেমন আছে
বিনোদনি কেমন আছে
একবারও তো খবর নিলি নাহ
তোর বিনোদিনি কেমন আছে
বিনোদনি কেমন আছে
একবারও তো খবর নিলি নাহ
তুই কখনো এমন ছিলি না
না রে বন্ধু তুই কখনো এমন ছিলি না
তুই কখনো এমন ছিলি না
বিনোদিনি কেমন আছে
বিনোদিনি কেমন আছে
একবারও তো খবর নিলি নাহ
তুই কখনো এমন ছিলি না
না রে বন্ধু তুই কখনো এমন ছিলি না
তুই কখনো এমন ছিলি না