menu-iconlogo
huatong
huatong
avatar

যে আমাকে দিল ব্যথা সে তবু আছে অন্তরে, এ্যান্ড্রু কিশোর

UZZALhuatong
🕊️💝UZZAL💝🅂🄷🄾🄿🄽🄾💝huatong
Тексты
Записи
গানঃ যে আমাকে দিল ব্যথা

শিল্পীঃ এ্যান্ড্রু কিশোর

বিরহ গান

সৌজন্যে স্বপ্ন ফ্যামিলি

Room Id 946260

যে আমাকে দিল ব্যথা

সে তবু আছে অন্তরে

তার কথা ভেবে ভেবে

দুটি চোখে অশ্রু ঝড়ে,

যে আমাকে দিল ব্যথা

সে তবু আছে অন্তরে

তার কথা ভেবে ভেবে

দুটি চোখে অশ্রু ঝড়ে,

হারানো,, এ প্রেম

ভুলে যেতে চেয়ে শুধু মনে পড়ে

বারেবারে

হারানো,, এ প্রেম

ভুলে যেতে চেয়ে শুধু মনে পড়ে

বারেবারে

স্বপ্ন ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিন্দন সবাইকে

Room Id 946260

ভালোবেসে হবে এমন

কি করে বলো হাই

করি বিশ্বাস,

অপেক্ষা করুন

হুম,, হারিয়ে তোমায়

স্মৃতি নিয়ে

কষ্টের সাথে আজ

করি বসবাস,

হারানো,, এ প্রেম

ভুলে যেতে চেয়ে শুধু মনে পড়ে

বারেবারে,

যে তোমাকে দিল ব্যথা

সে তবু আছে অন্তরে

তার কথা ভেবে ভেবে

দুটি চোখে অশ্রু ঝড়ে,

স্বপ্ন ফ্যামিলির পাশে থাকুন,

দয়া করে কেউ মিউজিক অথবা লিরিক্স কপি করবেন না

Room Id 946260

চিন্তে তোমায় পারিনি আমি

পাশাপাশি থেকেও এতোটা সময়

অপেক্ষা করুন

হুম,,বুঝিনি আগেএএ

এই পরিণাম

মন হবে শুধু এই পরাজয়,

হারানো,, এ প্রেম

ভুলে যেতে চেয়ে শুধু মনে পড়ে

বারেবারে,

যে আমাকে দিল ব্যথা

সে তবু আছে অন্তরে

তার কথা ভেবে ভেবে

দুটি চোখে অশ্রু ঝড়ে,

যে আমাকে দিল ব্যথা

সে তবু আছে অন্তরে

তার কথা ভেবে ভেবে

দুটি চোখে অশ্রু ঝড়ে,

হারানো,, এ প্রেম

ভুলে যেতে চেয়ে শুধু মনে পড়ে

বারেবারে

হারানো,, এ প্রেম

ভুলে যেতে চেয়ে শুধু মনে পড়ে

বারেবারে,

যে আমাকে দিল ব্যথা

সে তবু আছে অন্তরে

তার কথা ভেবে ভেবে

দুটি চোখে অশ্রু ঝড়ে এহে

ধন্যবাদ

Еще от UZZAL

Смотреть всеlogo

Тебе Может Понравиться