menu-iconlogo
huatong
huatong
avatar

SEDINO CHILE TUMI AMARI

UZZALhuatong
࿐႒u06dd✤⃟JAMAY⚪🆂🅐🆂⚫༒●•huatong
Тексты
Записи
সেদিনও ছিলে তুমি আমারি

আজ থেকে হয়ে গেলে পর

লাল শাড়ি পড়ে যাবে দূরে কোথাও

যেখানে সাজানো বাসর

Fসেদিনও ছিলে তুমি আমারি

আজ থেকে হয়ে গেলে পর

লাল শাড়ি পড়ে যাবে দূরে কোথাও

যেখানে সাজানো বাসর

সেদিনও ছিলে তুমি আমারি...

Mজীবন নাটকের নায়িকা হয়ে চলে গেলে

ভালোবাসা শুধু অভিনয় ছিল তাহলে

Fজীবন নাটকের নায়িকা হয়ে চলে গেলে

ভালোবাসার শুধু অভিনয় ছিল তাহলে

সেই সাজানো নাটকের নায়ক

আমায় বানালে কেন বলোনা

সেদিনও ছিলে তুমি আমারি...

Fতোমার আকাশে আলোর মিছিলে হয়ে আছে

আমার আকাশে আঁধারে ঢেকে গেছে

Mতোমার আকাশে আলোর মিছিলে হয়ে আছে

আমার আকাশে আধারে ঢেকে গেছে

সেই আঁধারে পথ খোঁজা পাখি

আমায় বানালে কেন বলোনা

Fসেদিনও ছিলে তুমি আমারি

আজ থেকে হয়ে গেলে পর

লাল শাড়ি পড়ে যাবে দূরে কোথাও

যেখানে সাজানো বাসর

Mসেদিনও ছিলে তুমি আমারি

আজ থেকে হয়ে গেলে পর

লাল শাড়ি পড়ে যাবে দূরে কোথাও

যেখানে সাজানো বাসর

সেদিনও ছিলে তুমি আমারি....

Еще от UZZAL

Смотреть всеlogo

Тебе Может Понравиться