menu-iconlogo
huatong
huatong
zubin-garg-mayabini-amar-chokhe-cover-image

Mayabini amar chokhe

Zubin Garghuatong
78001232858huatong
Тексты
Записи
Gan> মায়াবিনী

Album > তুমি

লা লা লা লা লা লা লা লা 8 বার

Start time 0:49s

মায়াবিনী আমার চোখে,

চেয়ে দেখো দেখো না চেয়ে,,

ভাঙা মনে আমারো আছে,

কতো আশা,,

ভেবোনা আর বাধন তোমার,

খুলে দিলাম আকাশ নীলে,

ডানা মেলে দিয়ো তোমার,

ডাকে তোমায় নতুন জীবণ,

স্মৃতি গুলি কখনো,,যদি মনে পড়ে যায়

পারবে কি ভুলতে,,, তুমি তখনো আমায়?

ভোলা কি যাই গো

সে প্রথম প্রেমের রঙিন ছোয়া,,

লা লা লা লা লা লা লা লা 8বার

লারা লা লা লাল লারে

লারা লালা লালা লারে

লারা রা রা রা রা রা রা

লারা রা রে রারি রা

Start time 2:26s ছুয়ে যাবো সহজে তোমাকে,

সূর্য কিরণ হয়ে এসে,

বরোসাধারা হয়ে কখনো,

ভিজিয়ে যাবো ভালোবেসে

স্মৃতি গুলি কখনো,,

যদি মনে পড়ে যায়,,,

পারবে কি ভুলতে,,,

তুমি তখনো আমায়?

ভোলা কি যায় গো,,

সে প্রথম প্রেমের রঙিন ছোয়া,,,

লা লা লা লা লা লা লা লা 4 বার

Start time 3:24s

রাতে চাঁদেরি জোছোনা হয়ে,

আলো দিয়ে যাবো তোমার ঘরে,

হাসলো হানা ফুলের সুবাস,

হয়ে ছড়িয়ে যাবো অন্তরে,

স্মৃতি গুলি কখনো,

যদি মনে পড়ে যায়,

পারবে কি ভুলতে,,

তুমি কখনো আমায়?

ভোলা কি যায় গো,

সে প্রথম প্রেমের রঙিন ছোয়া,,

Start time 4:09s

মায়াবিনী আমার চোখে,

চেয়ে দেখো দেখো না চেয়ে,

ভাঙা মনে আমারো আছে,

কতো আশা ,,

দা দা দা দা রে রে রারা

রে রারা রা রা রা রা

রা রারা দারা রারা

দা দা দা দা দা দা

Thank you

Еще от Zubin Garg

Смотреть всеlogo

Тебе Может Понравиться