menu-iconlogo
huatong
huatong
avatar

সেই তুমি

Ayub Bachchuhuatong
ri2fla900huatong
เนื้อเพลง
บันทึก
সেই তুমি কেন এত অচেনা হলে

সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম।

কেমন করে এত অচেনা হলে তুমি

কিভাবে এত বদলে গেছি এই আমি।

ও বুকেরই সব কষ্ট দু’হাতে সরিয়ে

চলো বদলে যাই......

তুমি কেন বোঝনা তোমাকে ছাড়া আমি অসহায়,

আমার সবটুকু ভালবাসা তোমায় ঘিরে।

আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে

তুমি ক্ষমা করে দিও আমায়।

เพิ่มเติมจาก Ayub Bachchu

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ