menu-iconlogo
logo

Sei Tumi

logo
เนื้อเพลง

সেই তুমি কেন অচেনা হলে

সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম

কেমন করে এতো অচেনা হলে তুমি

কি ভাবে এতো বদলে গেছি এই আমি

ও বুকেরই সব কষ্ট দু হাত সরিয়ে

চল বদলে যাই ….

তুমি কেন বোঝনা

তোমাকে ছাড়া আমি অসহায়

আমার সব টুকু ভালোবাসা তোমায় ঘিরে

আমার অপরাধ ছিলো যত টুকু তোমার কাছে

তুমি ক্ষমা করে দিও আমায়

by shompoorna

কত রাত আমি কেঁদেছি

বুকের গভীরে কষ্ট নিয়ে

শুন্যতায় ডুবে গেছি আমি

আমাকে তুমি ফিরিয়ে নাও

তুমি কেন বোঝনা

তোমাকে ছাড়া আমি অসহায়

আমার সব টুকু ভালোবাসা তোমায় ঘিরে

আমার অপরাধ ছিলো যত টুকু তোমার কাছে

তুমি ক্ষমা করে দিও আমায়

কত বার ভেবেছি ভুলে যাবো

আরো বেশি মনে পড়ে যায়

ফেলে আশা সেই সব দিন গুলো

ভুলে যেতে আমি পারিনা

তুমি কেন বোঝনা

তোমাকে ছাড়া আমি অসহায়

আমার সব টুকু ভালোবাসা তোমায় ঘিরে

আমার অপরাধ ছিলো যত টুকু তোমার কাছে

তুমি ক্ষমা করে দিও আমায়

সেই তুমি কেন অচেনা হলে

সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম

কেমন করে এতো অচেনা হলে তুমি

কি ভাবে এতো বদলে গেছি এই আমি

ও বুকেরই সব কষ্ট দু হাত সরিয়ে

চল বদলে যাই ….

তুমি কেন বোঝনা

তোমাকে ছাড়া আমি অসহায়

আমার সব টুকু ভালোবাসা তোমায় ঘিরে

আমার অপরাধ ছিলো যত টুকু তোমার কাছে

তুমি ক্ষমা করে দিও আমায়