menu-iconlogo
huatong
huatong
avatar

Noyoner Kache Theko

Babu Baparyihuatong
☞𓅓🔰RAFI_KD𓅓⚔⃟🇧🇩🅱🅰🅰🇧🇩huatong
เนื้อเพลง
บันทึก
মেয়েঃ নয়নের কাছে থেকো

হৃদয়ে ধরে রেখো

কোরোনা সঙ্গীবিহীন আমায় কোন দিন

ও মাই লাভ, ও মাই লাভ

ছেলেঃ নয়নের কাছে থেকো

হৃদয়ে ধরে রেখো

কোরোনা সঙ্গীবিহীন আমায় কোন দিন

ও মাই লাভ, ও মাই লাভ

মেয়েঃ ছোট ছোট কত আশা এই বুকে

চুপি চুপি রেখেছি ধরে

সেই আশা এতদিনে ফুটলো যে

ফুল হয়ে অন্তরে

ছেলেঃ ছোট ছোট কত আশা এই বুকে

চুপি চুপি রেখেছি ধরে

সেই আশা এতদিনে ফুটলো যে

ফুল হয়ে অন্তরে

মেয়েঃ আমারি হলে তুমি, আমারি থেকো

ছেলেঃ ভালোবেসে চিরদিন, কাছে ডেকো~

মেয়েঃ নয়নের কাছে থেকো

হৃদয়ে ধরে রেখো

কোরোনা সঙ্গীবিহীন আমায় কোন দিন

ও মাই লাভ, ও মাই লাভ

ছেলেঃ সুখে দুঃখে তুমি আমি রইবো যে

পাশাপাশি সারাটি জীবন

ভুল করে দূরে সরে যাবো না

যদি আসে গো মরণ

মেয়েঃ সুখে দুঃখে তুমি আমি রইবো যে

পাশাপাশি সারাটি জীবন

ভুল করে দূরে সরে যাবো না

যদি আসে গো মরণ

ছেলেঃ প্রাণেরি পরাগে মন জড়িয়ে রেখো

মেয়েঃ প্রেমেরি চাদর দিয়ে আমারে ঢেকো~

ছেলেঃ নয়নের কাছে থেকো

হৃদয়ে ধরে রেখো

কোরোনা সঙ্গীবিহীন আমায় কোন দিন

ও মাই লাভ, ও মাই লাভ

মেয়েঃ নয়নের কাছে থেকো

হৃদয়ে ধরে রেখো

কোরোনা সঙ্গীবিহীন আমায় কোন দিন

ও মাই লাভ, ও মাই লাভ

เพิ่มเติมจาก Babu Baparyi

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ