menu-iconlogo
huatong
huatong
avatar

Prithibi Tumi Sere Jao Ft. Debayan Banerjee

chirkuthuatong
nikki683huatong
เนื้อเพลง
บันทึก
উড়ে যায় স্বাধীন দু শালিক

শুনশান রাস্তাঘাট রোজ একা

মরে যায় আরও একটা দিন

ব্যালকনিতে কফি কাপ রাখা

উড়ে যায় স্বাধীন দু শালিক

শুনশান রাস্তাঘাট রোজ একা

মরে যায় আরও একটা দিন

ব্যালকনিতে কফি কাপ রাখা

দেওয়ালের গায়ে জমে কথা

বাতাসে শুকনো নীরবতা

শহর ঘুমিয়ে আছে তাও

পৃথিবী, তুমি সেরে যাও

পৃথিবী, তুমি সেরে যাও

পৃথিবী, তুমি সেরে যাও

ভরে যায় লেখায় epitaph

সিঁড়ির পাশে ছায়ারা কথা বলে

ভেঙে যায় আরও porcelain

Headline-এ মৃত্যু বেড়ে চলে

ভরে যায় লেখায় epitaph

সিঁড়ির পাশে ছায়ারা কথা বলে

ভেঙে যায় আরও porcelain

Headline-এ মৃত্যু বেড়ে চলে

দেওয়ালের গায়ে জমে কথা

বাতাসে শুকনো নীরবতা

শহর ঘুমিয়ে আছে তাও

পৃথিবী, তুমি সেরে যাও

পৃথিবী, তুমি সেরে যাও

পৃথিবী, তুমি সেরে যাও

পৃথিবী, তুমি সেরে যাও

পৃথিবী, তুমি সেরে যাও

เพิ่มเติมจาก chirkut

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ