menu-iconlogo
huatong
huatong
avatar

কি অপরাধ ছিল

Emon Khanhuatong
persauddhuatong
เนื้อเพลง
บันทึก
কি অপরাধ ছিল একবার বলে গেলে না..

আমি কিভাবে বেঁচে আছি একবার দেখে গেলে না

ভুলতে পারিনা সে দৃশ্য

কিভাবে করে গেলে নিঃস্ব। মনে পড়ে যখনি

কিছুইতে থামে নারে চোখের পানি

কিছুইতে থামে নারে চোখের পানি...

তুমি করলে আমার কিযে ক্ষতি

হয় নাযে তার তুলনা

কাঁদিয়ে আমায় হাসবে তুমি

এমন তো কথা ছিলনা

তুমি করলে আমার কিযে ক্ষতি

হয় নাযে তার তুলনা

কাঁদিয়ে আমায় হাসবে তুমি

এমন তো কথা ছিলনা

মন টাকে কন আগুলে পুড়ালে

বুকটা বেদনায় ভরালে ওরে ও পাষাণী..

কিছুইতে থামে নারে চোখের পানি

কিছুইতে থামে নারে চোখের পানি..

তোমার মুখের কথায় সত্যি ভেবে

দেখেছি কত না স্বপ্ন

এই বুকের ভিতর থাকবে তুমি

পর হবেনা কখনো

তোমার মুখের কথায় সত্যি ভেবে

দেখেছি কত না স্বপ্ন

এই বুকের ভিতর থাকবে তুমি

পর হবেনা কখনো

সব টুকু চলনাই করলে

সহযে ভেঙ্গে দিতে পারলে হৃদয় খানি..

কিছুইতে থামে নারে চোখের পানি

কিছুইতে থামে নারে চোখের পানি

কি অপরাধ ছিল একবার বলে গেলে না

আমি কিভাবে বেঁচে আছি একবার দেখে গেলে না

ভুলতে পারিনা সে দৃশ্য

কিভাবে করে গেলে নিঃস্ব মনে পড়ে যখনি

কিছুইতে থামে নারে চোখের পানি

কিছুইতে থামে নারে চোখের পানি

เพิ่มเติมจาก Emon Khan

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ