menu-iconlogo
huatong
huatong
avatar

bukete hat rekhe bolo...

Emon Khanhuatong
canalhocratahuatong
เนื้อเพลง
บันทึก
( NajamSha )

বুকেতে হাত রেখে বলো বলো না

আমায় কি মনে পড়েনা

চোখেতে চোখ রেখে বলো বলো না

আমায় কি মনে পড়েনা

কত দিন কত রাত এই বুকে রেখে হাত

বলেছিলে তুমি আর কারো না

বুকেতে হাত রেখে বলো বলো না

আমায় কি মনে পড়েনা

( NajamSha )

কত দিন ঘত হলো দেখিনা তোমার ছাঁদ মুখ..

একা একা কাঁদি আমি হয়তো শুনেছ তুমি

সেই তো তোমার বড় সুখ..

((MUSIC ))

কত দিন ঘত হলো দেখিনা তোমার ছাঁদ মুখ..

একা একা কাঁদি আমি হয়তো শুনেছ তুমি

সেই তো তোমার বড় সুখ..

কত মান অভিমান বলেছ যানের যান

তুমি ছাড়া এই জীবন চাইনা..

বুকেতে হাত রেখে বলো বলো না

আমার কি মনে পড়েনা..

( NajamSha )

বুকেরি ভিতর আমি রেখেছি তোমাকে যত্নে..

সারা খনি ভাবি আমি সেই কথা জানো কি তুমি

নিশ্ব তুমি বিহনে..

((MUSIC ))

বুকেরি ভিতর আমি রেখেছি তোমাকে যত্নে..

সারা খনি ভাবি আমি সেই কথা জানো কি তুমি

নিশ্ব তুমি বিহনে..

এই মনের আঙিনায় তোমাকে ছাড়া

অন্য কিছু ভেবে পাইনা..

বুকেতে হাত রেখে বলো বলো না

আমার কি মনে পড়েনা

চোখেতে চোখ রেখে বলো বলো না

আমায় কি মনে পড়েনা

কত দিন কত রাত এই বুকে রেখে হাত

বলেছিলে তুমি আর কারো না..

বুকেতে হাত রেখে বলো বলো না

আমায় কি মনে পড়েনা

ধন্যবাদ

เพิ่มเติมจาก Emon Khan

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ