menu-iconlogo
huatong
huatong
avatar

রসিক আমার

Kazi Shuvohuatong
joestef3huatong
เนื้อเพลง
บันทึก
সোনার ময়না ঘরে থুইয়া

সোনার ময়না ঘরে থুইয়া

বাইরে তালা লাগাইছে

রসিক আমার মন বান্ধিয়া

পিঞ্জর বানাইছে

রসিক আমার মন বান্ধিয়া

পিঞ্জর বানাইছে।।

সোনার ময়না ঘরে থুইয়া

সোনার ময়না ঘরে থুইয়া

বাইরে তালা লাগাইছে

রসিক আমার মন বান্ধিয়া

পিন্জর বানাইছে

রসিক আমার মন বান্ধিয়া

পিঞ্জর বানাইছে।।

দিনও হীন মুর্শিদে কয়

মাটির বাসন ভাইঙ্গা গেলে

আর কি জোড়া লয়

দিনও হীন মুর্শিদে কয়

মাটির বাসন ভাইঙ্গা গেলে.. মন রে

আর কি জোড়া লয়

দয়াল চাইলে লইব জোড়া

মুর্শিদ চাইলে লইব জোড়া

এমন দয়াল কে আছে

রসিক আমার মন বান্ধিয়া

পিঞ্জর বানাইছে

রসিক আমার মন বান্ধিয়া

পিঞ্জর বানাইছে।।

পাগল জ্বালালে কয়

পিঞ্জর ছাইড়া গেলে ময়না

আর কি বন্দি হয়

পাগল জ্বালালে কয়

পিঞ্জর ছাইড়া গেলে ময়না..মন রে

আর কি বন্দী হয়

মুর্শিদ চাইলে হইব বন্দী

দয়াল চাইলে হইব বন্দী

এমন দয়াল কে আছে

রসিক আমার মন বান্ধিয়া

পিঞ্জর বানাইছে

রসিক আমার মন বান্ধিয়া

পিঞ্জর বানাইছে।।

সোনার ময়না ঘরে থুইয়া

সোনার ময়না ঘরে থুইয়া

বাইরে তালা লাগাইছে

রসিক আমার মন বান্ধিয়া

পিঞ্জর বানাইছে

রসিক আমার মন বান্ধিয়া

পিঞ্জর বানাইছে।।

সোনার ময়না ঘরে থুইয়া

সোনার ময়না ঘরে থুইয়া

বাইরে তালা লাগাইছে

রসিক আমার মন বান্ধিয়া

পিঞ্জর বানাইছে

রসিক আমার মন বান্ধিয়া

পিঞ্জর বানাইছে।।

রসিক আমার মন বান্ধিয়া

পিঞ্জর বানাইছে।।

রসিক আমার মন বান্ধিয়া

পিঞ্জর বানাইছে।।

เพิ่มเติมจาก Kazi Shuvo

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ